সালটা ২০১৪ এর দিকে যখন পেগ ফিটজপ্যাট্রিক এবং গাঁই কাওয়াসাকি দুজন এক্সপার্ট মার্কেটার ভবিষ্যতে ভিজুয়্যাল মার্কেটিং ব্যাপারে আগাম ভবিষ্যদ্বাণী করেছেন। কিন্তু সে সময়ে বিষয়টি তেমন কল্পনা না করলেও বর্তমান সময়ে ভিজুয়্যাল ছাড়া কন্টেন্টের অস্তিত্বের কথা কল্পনা করা যায় না।
বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং এর যুগ। তাই বিজনেস রান করতে হলে নিয়মিত আপডেট থাকতে হবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে। সেই সাথে আপনাকে নিয়মিত ভিজুয়্যাল কন্টেন্টে পোস্ট করতে হয়। যখন কথা আসে ভিজুয়্যাল কন্টেন্ট এর সেক্ষেত্রে ক্যানভা ডিজাইন ছাড়া তা অসম্ভব। তাই কীভাবে ক্যানভা (Canva) দিয়ে অসাধারণ কন্টেন্ট বানাবেন, চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের আর্টিকেলের মাধ্যমে।
ক্যানভা ডিজাইন কেন বেছে নিবেন?
অনেকেই মনে করেন যে, শুধু একটি কাস্টম গ্রাফিক তৈরি করার জন্য বেশ রিসোর্স এর প্রয়োজন। যেমন এডিটিংয়ের জন্য ফটোশপ, ডিজাইনিং এর জন্য InDesign, ফিল্টারের জন্য VSCO এবং প্রচুর স্টক ফটো সাইট। কিন্তু ক্যানভা দিয়ে আপনি খুব সহজে এই ধরনের এডিটিং ফ্যাসিলিটি সহ ইমেজ লাইব্রেরি একটি অনলাইন ডিজাইন প্ল্যাটফর্মে হিসেবে বেছে নিতে পারবেন ৷
উদাহরণস্বরুপ আপনি যদি আপনার দোকানের জন্য একটি ফেসবুক ব্যানার তৈরি করতে চান বা আপনার ল-ফার্মের জন্য একটি ইনফোগ্রাফিক তৈরি করতে চান সেক্ষেত্রে ক্যানভা ডিজাইন ব্যবহার করে খুব সহজে করতে পারবেন। কিন্তু কীভাবে ক্যানভা এলিমেন্ট এবং টেমপ্লেট ব্যবহার করে অসাধারণ কন্টেন্ট ডিজাইন করা যায় চলুন তা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কীভাবে ক্যানভা ডিজাইন ব্যবহার করে ভিজুয়্যাল কন্টেন্ট ক্রিয়েট করবেন?
একটা অসাধারণ ডিজাইন আপনার কন্টেন্টকে অসাধারণভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। তাই কীভাবে ক্যানভা ব্যবহার করে ভিজুয়্যাল কন্টেন্ট ক্রিয়েট করবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
সেই সাথে ঘুড়ি লার্নিং এর Digital Marketing, Facebook Marketing, Internet Marketing কোর্সগুলো শুরু করতে পারেন এবং নিজেকে একজন স্বনির্ভর হিসাবে তৈরি করতে পারেন। অন্যদিকে ঘুড়ি লার্নিং এ সাবস্ক্রিপশন করলে ১০০+ কোর্স পাবেন মাত্র ৯৯ টাকায়। সাবস্ক্রিপশন প্যাক সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে দেখুন।
১. শুরু করুন কন্টেন্ট মার্কেটিং দিয়ে
ধরুন আপনার বিজনেসের জন্য আপনাকে Gantt চার্ট কিংবা ক্যালেন্ডার তৈরি করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আপনার ডিজাইন কোন প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে এবং কোন প্ল্যাটফর্মটি গ্রাহকদের কাছে পরিচিত?
যদি কোন ইভেন্টের উদ্দেশ্য হয়— যেমন সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের ইভেন্ট সম্পর্কে জানানো এবং তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা। যেমন ধরুণ, আপনি Facebook, Twitter, Pinterest, এবং Instagram-এ শেয়ার করার জন্য একটি পোস্ট তৈরি করতে চান এবং একটি ভিজ্যুয়াল যা স্থানীয়ভাবে প্রিন্ট ও প্রদর্শনের জন্য পোস্টার হিসেবে কাজ করবে।
তাই মার্কেটিং লেভেলে ভিন্নতা তুলে ধরতে আপনাকে ফোকাস করতে হবে ক্যানভা মার্কেটিংয়ে। ক্যানভাতে অসাধারণ সব টেমপ্লেট রয়েছে। যা ব্যবহার করে আপনি আপনার কন্টেন্ট মার্কেটিং ঢেলে সাজাতে পারবেন। তাই বিজনেসকে নেক্সট লেভেলে বুস্ট করতে ফোকাস করুন ক্যানভা মার্কেটিংয়ে।
২. টেমপ্লেট ব্যবহার করে ক্রিয়েট করুন আপনার ডিজাইন
আপনি যদি ক্যানভা ডিজাইন ব্যবহার করে আপনার কন্টেন্টকে ফুটিয়ে তুলতে চান সেক্ষেত্রে প্রফেশনাল টেমপ্লেট ব্যবহার করতে পারেন। টেমপ্লেট পেইজটি সেকশনে সাজানো হয়েছে— সেখানে প্রত্যেক বিষয়বস্তুর প্রকার অনুযায়ী ভিন্ন ভিন্ন থিম, উপরিভাগ রয়েছে। উদাহরণস্বরূপ, আপনি পূর্ববর্তী ধাপে আপনার তৈরি করা কন্টেন্ট মার্কেটিং স্ট্রাটেজির উপর ভিত্তি করে পোস্টার বা প্রেজেন্টে্শনের জন্য টেমপ্লেটগুলো সিলেক্ট করতে পারেন। এছাড়াও, Facebook, Twitter বা LinkedIn-এর মতো সোশ্যাল মিডিয়ার আলাদা আলাদা পোস্ট টেমপ্লেট অনুযায়ী ক্রিয়েট করতে পারবেন।
মনে রাখবেন যে এই টেমপ্লেটগুলো ডিজাইন করা শুরু করার জন্য আপনার স্প্রিংবোর্ড হতে যাত্রা শুরু করতে হবে। অনেক ক্রিয়েটিভ প্রফেশনালদের জন্য— লেখক থেকে ডিজাইনার, একটি ফাঁকা ক্যানভাস দিয়ে শুরু করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। এই টেমপ্লেটগুলোর সাহায্যে, আপনাকে স্ক্র্যাচ থেকে প্রতিদিনের গ্রাফিক্স কন্টেন্ট তৈরি করতে একজন পেশাদার ডিজাইনার নিয়োগ করতে হবে না। বরং আপনি ক্যানভা ডিজাইন দিয়ে পছন্দমতো টেমপ্লেট সিলেক্ট করে কন্টেন্ট রেডি করতে পারবেন।
৩. ক্যানভা ডিজাইন ফটো লাইব্রেরি ব্যবহার করে আপনার পোস্টের সাথে সামাঞ্জস্য ভিজ্যুয়াল খুঁজুন
একটি ভিজ্যুয়াল কন্টেন্ট নরমাল কন্টেন্টের তুলনায় সোশ্যাল মিডিয়াতে শেয়ারিং এর সম্ভাবনা 40X বেশি হয়। যেহেতু আমরা সামাজিক মাধ্যমে চাই যে, আমাদের পোস্টে এংগেইজমেন্ট, লাইক, কমেন্ট বৃদ্ধি করতে সেক্ষেত্রে আমাদের প্রপার ভিজুয়্যাল সিলেক্ট করতে হবে।
ক্যানভা ডিজাইন এত মধ্যে ইনসাইট মিডিয়া লাইব্রেরি রয়েছে। যা ব্যবহার করে আপনি আপনার টার্গেট অর্ডিয়েন্সের টেস্ট অনুযায়ী ফটো লাইব্রেরি কালেকশান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিজুয়্যাল খুঁজে নিতে পারেন। আপনি যদি এটি করতে চান সেক্ষেত্রে আপনাকে সার্চ বারে যেকোনো একটি বা দুটি কিওয়ার্ড টাইপ করতে হবে।
আপনার প্রয়োজনীয় ফটো সেখান থেকে বেছে নিতে হবে। লাইব্রেরিতে ছবি, টেক্সচার, ল্যান্ডস্কেপ, মানুষ এবং প্রাণীর মতো বিভিন্ন বিষয় এবং থিম রয়েছে। একবার আপনি নিখুঁত চিত্রটি পেয়ে গেলে, এটিকে ব্যবহার করে আপনার ডিজাইনে ভিন্নতা আনুন এবং পরবর্তীতে তা এডিট করে ইমেজ কন্টেন্ট এড করুন।
ক্যানভা আপনাকে আপনার নিজের ছবি আপলোড করতে এবং আপনার ডিজাইনে ব্যবহার করার অনুমতি দেয়, যা আপনার লোগো এবং অন্যান্য ব্র্যান্ডের ভিজ্যুয়াল সামগ্রীতে এড করার জন্য উপযুক্ত।
৪. টাইপোগ্রাফির মাধ্যমে ইমেজ এবং টেক্সটে এড করুন
ধরুন কাস্টমারদের এট্রাক্ট করার জন্য একটি বিড়ালের ইমেজ ব্যবহার করেছেন যেহেতু আমরা ইতোমধ্যেই একটি টেমপ্লেট নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে ইমেজটিকে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে আরও ইমেজ এবং টেক্সট এড করতে পারি।
একটি টেক্সটে যদি ইমেজ এর সাথে টেক্সটও যুক্ত থাকে তাহলে সে ভিজুয়্যাল কপির শেয়ারযোগ্যতা বহুগুনে বেড়ে যায়। যাইহোক, আপনার ফন্টটি বাকি ভিজ্যুয়ালের পরিপূরক কিনা তা নিশ্চিত করা কঠিন হতে পারে। যদিও কিছু প্রফেশনাল ফন্ট এড করতে চান সেক্ষেত্রে তা সহায়তা করার জন্য ক্যানভা একটি শর্টকাট প্রদান করে যার নাম হল ফন্ট পেয়ারিং টুল।
প্রথমে, আপনার স্টার্টার ফন্ট সিলেক্ট করুন। তারপর, এই টুলটি আপনাকে আপনার নির্বাচিত টাইপফেসের জন্য সেরা ফন্ট সমন্বয় দেখায়, সেইসাথে ওয়েব থেকে রিয়েল টাইম উদাহরণও দেখায়।
৫. ফিলটার ব্যবহার করে আপনার ছবি এট্রাকটিভ করে তুলুন
একটি ছবিতে ফিলটার এড করলে ডিজাইন লুক পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। এছাড়াও, বিভিন্ন পোস্ট জুড়ে একটি কাস্টম ফিলটার প্রয়োগ করলে একটি নিজস্ব থিম ক্রিয়েট হয় এবং আপনার ধারাবাহিকতা এবং সিলেকশান ম্যাথড ব্রান্ডিং বাড়িয়ে তুলতে পারে৷
ইমেজে ফিলটার যোগ করতে, আপনার ছবি সিলেক্ট করুন। পরবর্তীতে ফিলটার বোতামে ক্লিক করুন, তারপর ক্যানভা-তে উপলব্ধ ১৪ টি কাস্টম ফিল্টারের যেকোনো একটি থেকে বেছে নিন। ফিল্টারের তীব্রতা নিয়ন্ত্রণ করতে স্লাইডার ব্যবহার করুন। এছাড়াও ফিল্টারে উজ্জ্বলতা, বৈসাদৃশ্য এবং স্যাচুরেশনের মতো বিভিন্ন সেটিংসের সাথে এডিট করতে ভিননেটের মতো প্রভাব এড করুন।
৬. বিভিন্ন প্ল্যাটফর্মে ফিট করার জন্য আপনার সম্পূর্ণ ডিজাইনের আকার পরিবর্তন করুন
আমরা আমাদের ভিজ্যুয়াল তৈরি করে ফেলেছি। এখন, এটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে শেয়ার করতে হবে এবং আমাদের পোস্টার প্রিন্ট করতে হবে। এর মানে হল আমাদের সেই বিভিন্ন আউটলেটের জন্য আকার পরিবর্তন করতে হতে পারে কিন্তু ফিরে গিয়ে প্রতিটির প্রয়োজনীয় মাত্রা অনুযায়ী পুরো ভিজ্যুয়ালটি পুনরায় ডিজাইন করার পরিবর্তে, আমরা ক্যানভা-এর ম্যাজিক রিসাইজ টুল ব্যবহার করতে পারি।
ম্যাজিক রিসাইজ টুলটি ক্যানভা ফর ওয়ার্ক ব্যবহারকারীদের জন্য উপলব্ধ তবে এটি ব্যবহারের আপনাকে অর্থ খরচ করতে হবে প্রতিমাসে $১২.৯৫ ডলার । কিন্তু আপনি যদি বিনামূল্যের টুল ব্যবহার করেন, ভয় পাবেন না, কারণ আমরা নিচে কিছু বিকল্প রিসাইজ টুল ব্যবহার করার নির্দেশনা অন্তর্ভুক্ত করেছি।
এটি বলছে, ম্যাজিক রিসাইজ একটি সময় সাশ্রয়ী বৈশিষ্ট্য যা আপনাকে বিভিন্ন চ্যানেলের জন্য একটি ডিজাইনকে ফরম্যাটে আকার পরিবর্তন করতে দেয়। শুধু "ফাইল" এ ক্লিক করুন, "ম্যাজিক রিসাইজ"-এ নেভিগেট করুন, তারপর আপনার ভিজ্যুয়াল মানিয়ে নিতে আপনি যে বিভিন্ন ফর্ম্যাটগুলি ব্যবহার করতে চান তা বেছে নিন। তারপরে, "রিসাইজ" বোতামে ক্লিক করুন এবং আপনার কাজ শেষ।
ক্যানভা-এর ফ্রি টুলের ব্যবহারকারীরা আসল ভিজ্যুয়ালের একটি কপি তৈরি করে তাদের ডিজাইনের আকার পরিবর্তন করতে পারেন। প্রথমে ফাইলে ক্লিক করুন এবং সেখান থেকে "File" এবং পরবর্তীতে Change Dimensions এ ক্লিক করুন এবং আপনি যে বিন্যাসে নকশার আকার পরিবর্তন করতে চান সেটি নির্বাচন করুন।
৭. গ্রুপে সহযোগিতা করুন বা সোশ্যাল মিডিয়াতে ভিজ্যুয়াল পোস্ট করুন
ক্যানভা আপনাকে একই প্ল্যাটফর্মের মধ্যে একটি ভিজ্যুয়ালে আপনার গ্রুপের ডিজাইন গ্রুপের সাথে সহযোগিতা করার অনুমতি দেয়। শুধু "শেয়ার" এ ক্লিক করুন, "লিঙ্ক"-এ নেভিগেট করুন এবং একটি লিঙ্ক তৈরি করতে "এডিটিং করতে পারেন" বা বিকল্প বেছে নিন যা অন্যদের আপনার ডিজাইন এডিটিং করতে দেয়।
এখানে, আপনি আপনার চূড়ান্ত ডিজাইন সরাসরি Facebook বা Twitter এ পোস্ট করতে পারেন। একটি এম্বেড বিকল্পও রয়েছে, যা আপনার ডিজাইনকে আপনার ব্লগ বা ওয়েবসাইটে এম্বেড করার জন্য কোড তৈরি করে।
অন্যান্য চ্যানেলের জন্য, অথবা আপনি যদি আপনার ডিজাইনের একটি অফলাইন কপি চান, আপনি একটি JPG, PNG, বা প্রিন্ট-রেডি PDF ফরম্যাটে ফাইল ডাউনলোড করতে পারেন।
৮. ফ্রিতে Canva ব্যবহার করে ইন্টারেক্টিভ কোর্সের মাধ্যমে আরও ভালো ডিজাইন তৈরি করতে শিখুন
ধরুন আপনি অসাধারণ ডিজাইন ক্রিয়েট করেছেন কিন্তু আপনি ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন সেক্ষেত্রে ক্যানভা ডিজাইন স্কুল হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি প্লেস।
ডিজাইন স্কুল হল ডিজাইনের মূল বিষয়গুলো শেখার জন্য একটি রিসোর্স হাব। এখানে আপনাকে প্রয়োজনীয় ডিজাইন টুল থেকে শুরু করে টাইপোগ্রাফি, ফটো এডিটিং, সামঞ্জস্যপূর্ণ ব্র্যান্ডিং সকল কিছু পেয়ে যাবেন। এখানে আপনি বেশ কিছু টাস্কের পাশাপাশি আপনার ইম্প্রুভ ট্র্যাক করতে পারবেন খুব সহজে।
যে ভিজ্যুয়াল কন্টেন্ট ডিজাইনের ধাপে আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে:
টেক্সট এবং ইমেজ
উজ্জ্বল পটভূমি
ফন্ট সিলেক্কট করা
ইমেজ ডেভেলপ করা
ফটো ফিলটার ফোকাস করা
অনুপ্রেরণা আঁকা
ক্যানভাতে আপনি শুধু ইমেজ ক্রিয়েট করতে পারবেন তা কিন্তু নয়— এর মধ্যে ডিজাইন এবং ইলিমেন্ট রয়েছে। আপনি কোন কোম্পানির জন্য প্রচারনামুলক ভিজ্যুয়াল ছাড়াও, আপনি উপস্থাপনা, ইনফোগ্রাফিক্স, ব্রোশার এবং আরও অনেক কিছু তৈরি করতে পারেন।
৯. রিজুমি মেকিং
আমরা আগেই জেনেছি যে ক্যাভার অসাধারণ টেমপ্লেটের কথা। তবে টেমপ্লেট দিয়ে শুধু যে আপনি ফটো এডিট করতে পারবেন তা কিন্তু নয়। বরং এডিটিং এর পাশাপাশি এই টেমপ্লেট ব্যবহার করে আপনি রিজুমি মেকিং করতে পারবেন।
শেষকথা
সময়ের সাথে সাথে ক্যানভা বেশ জনপ্রিয় টুল হিসেবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন সাহায্য করেছে। ক্যানভা একই সাথে আপনার ডিজাইনিংয়ে যেমন হেল্প করবে তেমনিভাবে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে হেল্প করবে। তাই বিজনেস হোক, কিংবা প্রমশনে কয়েন্ট ক্রিয়েশনে ভিন্নতা আনতে শুরু করুন ক্যানভা ডিজাইন। সবশেষে ঘুড়ি লার্নিং এর সাবস্কি্রপশন প্যাকের সাথে থেকে আপনার স্কিলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন এবং ঘুড়ি লার্নিং ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Answer these 5 questions to assess yourself and get a bonus 5 points.
Take the quiz now