কীভাবে অল্প সময়ে বেশি ভোকাবুলারি রপ্ত করবেন

কীভাবে অল্প সময়ে বেশি ভোকাবুলারি রপ্ত করবেন

আপনি কি ইংরেজি ভোকাবুলারিতে দক্ষতা অর্জন করতে চান? স্বল্প সময়ে অধিক ভোকাবুলারি রপ্ত করতে ইচ্ছুক? তাহলে ঘুড়ি লার্নিং এর এই ব্লগ আপনাকে সহজ পদ্ধতিতে ভোকাবুলারি রপ্ত করতে সহায়তা করবে এবং IELTS ভোকাবুলারি কীভাবে অল্প সময়ে আয়ত্ত করবেন সেই বিষয়েও থাকবে দারুণ সব পরীক্ষিত টিপস। 

 

বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক বাজারে দক্ষতা অর্জনের অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচিত ইংরেজি। ইংরেজি শুধুমাত্র একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে সমাদৃত তা কিন্তু নয়। বরং একটি সুন্দর এবং সফলতম ক্যারিয়ার গঠনের অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয় ইংরেজিকে। আর ইংরেজি বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে মাধ্যমটি প্রয়োজন তা হল ভোকাবুলারি। তাই সবচেয়ে কম সময়ে বেশি ভোকাবুলারি শেখার উপায় সম্পর্কে জানতে হলে চোখ রাখুন আজকের আর্টিকেলে। সেই সাথে ঘুড়ি লার্নিং এর এই কোর্সগুলো দেখতে পারেন। 


 

 

ইংরেজি ভোকাবুলারি শেখার কিছু গুরুত্বপূর্ণ উপায়-

 

আপনি গ্রামারে যতটাই দক্ষ হউন না কেন আপনার যদি শব্দ ভাণ্ডার সমৃদ্ধ না থাকে আপনি কখনোই কোন  ভাষায় পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারবেন না। একটি ভাষা চর্চার ক্ষেত্রে এবং ভাব বিনিময়ের ক্ষেত্রে ভোকাবুলারি হল সেই মাধ্যম যার মাধ্যমে আপনি ভাষার উন্মুক্ত দুয়ার খুলে দিতে পারবেন। তাই কোন ভাষায় পরিপূর্ণ  দক্ষতা অর্জন করতে হলে ভোকাবুলারি শেখার বিকল্প নেই। 

 

আপনি ঠিক যত বেশি পরিমাণ ভোকাবুলারি রপ্ত করতে পারবেন আপনার ভাষায়  স্কিল ঠিক ততটাই সমৃদ্ধ হবে। তাই আপনি যদি অল্প সময়ে অধিক পরিমাণে ভোকাবুলারি শিখতে চান তাহলে মেনে চলুন নিম্নোক্ত বিষয়সমূহ- 

 

. মেমোরি টেকনিক প্রয়োগ করুন

 

কোন ভোকাবুলারিকে মনে রাখার একটি প্রধান উপায় হল স্মৃতিবিদ্যা— যার মাধ্যমে আপনি জটিল থেকে জটিলতর যেকোন শব্দ খুব সহজে মনে রাখতে পারবেন আপনার মেমোরিতে। যেমন, আপনি যদি কোন ধরণের শব্দ শেখার পর মনে রাখতে না পারেন তাহলে আপনি তাদের মধ্যে কোন সংযোগপূর্ণ ঘটনা স্মরণ রাখুন। তাহলে পুনরায় সে শব্দটির প্রয়োজন  হলে আপনি সে ঘটনা স্মরণ করে আপনি শব্দটিকে মনে রাখতে পারবেন। 

 

অর্থা’ যখন একজন ব্যক্তি একটি নতুন শব্দ শিখতে যাবে তখন সে ব্যক্তিকে সে শব্দের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করতে হবে। সংযোগটি  হতে পারে  আপনার জীবনের কোন স্মরণীয় ঘটনা, কোন স্থান, কোন প্রিয় জিনিসকে কেন্দ্র করে। আপনি যখন নতুন শব্দের সাথে সংযোগ করতে পারবেন তখন আপনি খুব সহজে সে শব্দটিকে স্মরণ রাখতে পারবেন। 

 

. শেখার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি করুন 

 

আপনি যদি বিদেশে পড়তে যান তাহলে ভাষাটিকে বেশি বেশি শোনা এবং পড়ার মাধ্যমে খুব সহজে সেই ভাষাটিকে রপ্ত করতে পারবেন।  কিন্তু ভোকাবুলারি কিংবা শব্দ শেখার জন্য আপনার বিদেশে যাওয়ার প্রয়োজন নেই  বরং আপনি শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে চাইলে তা শেখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুন।  ভোকাবুলারিকে রপ্ত করতে চাইলে বই পড়ুন, মুভি দেখুন, লোকাল খাবারগুলো সম্পর্কে জানুন। তাহলেই আপনি খুব সহজে ভাষা রপ্ত করতে পারবেন। 

 

. কোন শব্দকে কোন একটি প্রসঙ্গের সাথে যুক্ত করুন

 

কোন একটি শব্দকে শেখার সর্বোত্তম উপায় হল সে শব্দকে একটি প্রসঙ্গের উপর ভিত্তি করে মনে রাখা। কিংবা কোন বাক্যের মধ্যে সে শব্দকে যুক্ত করে তার স্মরণ রাখার কৌশল আয়ত্ত করা। আপনি যখন বাস্তব কোন ঘটনা কিংবা  অভিজ্ঞতার সাথে শব্দটিকে যুক্ত করবেন তাখন আপনি বহুদিন সেই শব্দটিকে মনে রাখতে পারবেন। এই উপায়টির মাধ্যমে আপনি অধিক পরিমাণ শব্দ একই সাথে আয়ত্ত করতে পারবেন। 

 

. বাস্তব জীবনের পরিস্থিতি থেকে শিখুন 

 

আপনি যদি ভোকাবুলারি স্কিল রপ্ত করতে চান তাহলে আপনি অধিক পরিমাণে সে ভাষার টিভি সিরিয়াল, মুভি, বই, পডকাস্ট শোনার অভ্যাস গড়ে তুলন। এর মাধ্যমে আপনি একই সাথে জানা-অজানা অনেক ধরণের শব্দ আয়ত্ত করতে পারবেন। সেই সাথে আপনি স্বল্প সময়ে শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে সক্ষম হবেন। 

 

. ফোকাস করুন পরিবর্তী স্তরের দিকে 

 

আপনি যদি আপনার শেখার দক্ষতাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান তাহলে আপনাকে সেই ভাষায় শব্দের পাশাপাশি প্রতিশব্দ, সমার্থক শব্দ, বিপরীত-শব্দ শেখার উপর জোর দিতে হবে। যখন কোন নতুন শব্দ পাবেন তখন কখনোই তা নিজের ভাষায় তা ব্যাখ্যা করার চেষ্টা করবেন না বরং যে ভাষা আপনি শিখতে চাচ্ছেন সেই ভাষায় তা পরিবর্তন করার চেষ্টা করুন। এভাবেই আপনি কম সময়ে  নতুন শব্দ অধিক পরিমাণে রপ্ত করতে পারবেন। 

 

. উপযুক্ত টুলস খুঁজে বের করার চেষ্টা করুন 

 

প্রত্যেক ব্যক্তির শেখার পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। তাই আপনি জানেন না ঠিক কোন পদ্ধতি আপনার জন্য সঠিক হবে। তাই আপনি নানান উপায়ে রপ্ত করার চেষ্টা করুন। শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করার ক্ষেত্র ফ্ল্যাশ-কার্ড, এ্যাপস, গেইম, পোস্ট অথবা পোস্ট লিস্ট বেশ কার্যকরী একটি মাধ্যম। তাই এক মাধ্যম নিয়ে বসে না থেকে শেখার ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমগুলো যাচাই করুন। বিভিন্ন মাধ্যম অবলম্বন এর মাধ্যমে  আপনি আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে সক্ষম হবেন। 

 

. শেখার আগ্রহ বৃদ্ধি করুন 

 

আপনি যখন কোন টুলস ব্যবহার করবেন তা শুধু নতুন শব্দ শেখার জন্য ব্যবহার করবেন তা কিন্তু নয়। বরং শেখার পাশাপাশি আপনি তার উচ্চারণ শেখার প্রতিও নজর দিন। কারণ আপনি যখন জোর করে কোন কিছু শেখার চেষ্টা করবেন তা কখনো আপনি রপ্ত করতে পারবেন না। তাই কোন শব্দ রপ্ত করার সাথে সাথে তার সাথে আপনি বাক্য যুক্ত করে দিন। বাক্যের পর অনুচ্ছেদ তৈরি করুন। এভাবে আপনি শেখার আগ্রহ বৃদ্ধি করে নতুন নতুন শব্দ রপ্ত করুন। 

 

. প্রয়োজনীয় শব্দের দিকে গুরুত্ব দিন 

 

আপনি যদি আপনার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে চান এবং বিদেশে একটি ফার্মে নিজের ক্যারিয়ার গড়তে  চান আপনি অবশ্যই শেক্সপিয়ারের বই থেকে ইংরেজি শিখবেন না। বরং আপনার পেশা, আগ্রহ এবং কর্মের উপর ভিত্তি করে আপনি অধিক পরিমাণে শব্দ আয়ত্ত করার চেষ্টা করুন। এতে আপনি আপনার ভোকাবুলারি স্কিল খুব ভালোভাবেই বৃদ্ধি করতে পারবেন। 

 

. শেখার পাশাপাশি মনোযোগ দিন চর্চার দিকে 

 

আপনি নতুন যে শব্দগুলো শিখবেন শুধুমাত্র সে শব্দগুলো চর্চা করবেন না। বরং আপনি পুরনো সে শব্দগুলো শিখেছেন সেগুলো চর্চার দিকেও পরিপূর্ণ নজর দিতে হবে। কারণ শুধুমাত্র চর্চার অভাবেই আপনি  ভুলে যেতে পারেন পূর্বের শেখা শব্দগুলোও। তাই যে শব্দই শিখবেন না কেন নিয়মিত  চর্চার অভ্যাস গড়ে তুলন। 

 

১০. যখনি সময় পান নিজের সাথে কথা বলুন 

 

যখন আপনি নতুন কোন ভাষা শিখবেন তখন আপনাকে নতুন নতুন শব্দ আয়ত্ত করতে হবে। আর নতুন শব্দ আয়ত্ত করার জন্য আপনাকে সেই ভাষায় সবার আগে নিজের সাথে কথা  বলার অভ্যাস গড়ে তুলতে হবে। এর মাধ্যমে আপনি আপনার সমস্যা বুঝতে পারবেন এবং তা থেকে উত্তরণের জন্য নতুন শব্দগুলো জানার চেষ্টা করুন। 

 

১১. আপনি যে সমস্ত পয়েন্ট মনে রাখবেন তা নোট করুন 

 

আপনার যে শব্দগুলো মনে রাখতে হবে তা নোট করে রাখুন। গুরুত্বপূর্ণ শব্দগুলো সম্পর্কে জানুন এবং তা নোট করার অভ্যাস করুন। এভাবে আপনি প্রতিদিন সে শব্দগুলো অনুশীলনের মাধ্যমে কম সময়ে শেখার দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। 

 

১২. নতুন শব্দসমূহ খুঁজে বের করার চেষ্টা করুন 

 

শব্দভাণ্ডারকে শক্তিশালী করতে হলে আপনাকে সবসময় নতুন শব্দ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে ইন্টারনেটে আপনি পেয়ে যাবেন অনলাইন ডিকশনারির সম্ভার। এর মাধ্যমে আপনি খুব সহজে নতুন নতুন শব্দের সাথে পরিচিত হতে পারবেন এবং সেই সাথে শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারবেন। 

 

১৩. পড়ার অভ্যাস গড়ে তুলন 

 

কোন ব্যক্তি যখন নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলে তখন সে খুব সহজে প্রতিদিন নতুন নতুন শব্দ রপ্ত করতে পারে। সব সময় নতুন যে শব্দগুলো আপনি শিখবেন সে শব্দগুলো আপনি নোট করে রাখবেন। শব্দগুলোর অর্থ সম্পর্কে জানার মাধ্যমে আপনি নতুন শব্দ রপ্ত করতে পারবেন। 

 

 IELTS ভোকাবুলারি কীভাবে আয়ত্ত করবেন?

 

শিক্ষাক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক কিংবা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেই হোক ইংরেজি ভাষার গুরুত্ব কোন অংশে কম নয়। সারা বিশ্বে ইংরেজি দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যমের নাম হল  IELTS পরীক্ষা। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি দক্ষতা যাচাইয়ের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয় IELTS স্কোরকে। আর IELTS পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ভোকাবুলারি। কীভাবে স্বল্প সময়ে  IELTS ভোকাবুলারি রপ্ত করতে হয় তা জানতে মেনে চলুন নিম্নোক্ত উপায়সমূহ-

 

সেই সাথে ঘুড়ি লার্নিং এর এই কোর্সগুলো দেখতে পারেন। 


 

 

. একটি নোটবুক রাখুন 

 

গবেষণায় দেখা গেছে, হাতে লেখার মাধ্যমে আপনি কোন কিছু অধিক পরিমাণে  মনে রাখতে পারবেন। তাই আপনি যদি আপনার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করতে চান সবসময় সাথে রাখুন একটি নোটবুক। প্রতিদিন নতুন নতুন শব্দ শেখার পর টুকে রাখুন নোটবুকে। কীভাবে স্বল্প সময়ে আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে তার পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন। 

 

. একটি লার্নার ডিকশেনারী সাথে রাখুন 

 

একটি ডিকশনারির  মাধ্যমে আপনি খুব সহজে যে কোন শব্দ রপ্ত করতে পারবেন। পাশাপাশি আপনি তা শেখার ক্ষেত্রে আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন। আপনি শব্দ নোটবুকে লিখেছেন কিন্তু সংজ্ঞা জানা নেই তাহলে শব্দটি পরিপূর্ণভাবে রপ্ত করতে পারবে না। বরং ডিকশনারির মাধ্যমে সেই শব্দের সংজ্ঞা জানার ফলে আপনি খুব সহজে আপনার ভাষা-গত দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।

 

. শব্দের সাথে সম্পর্কিত প্রতীক এবং চিহ্নের অর্থ সম্পর্কে জানুন 

 

গ্রামারের বিভিন্ন শব্দের বৈশিষ্ট্য এবং ব্যাকরণের সংক্ষিপ্ত অর্থগুলো জানার চেষ্টা করুন। যেমন- pollution (nU) একাউন্টে-বল নাউন হিসেবে বিবেচনা করা হয়। আর এই সংক্ষিপ্ত-করণ অর্থগুলো জানার মাধ্যমে আপনি খুব সহজে তা যেকোনো ব্যাখ্যা বসিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। 

 

তাই আপনার নোটবুকে লিখিত প্রতিটি শব্দের সাথে ফর্ম এবং সংক্ষিপ্ত-করণ এর ব্যাখ্যাগুলো লিখে রাখুন। সেই সাথে টুকে রাখার শব্দগুলো নিয়মিত অনুশীলনের অভ্যাস গড়ে তুলন। 

 

. বানানের ধরণ সম্পর্কে জানুন এবং কোলোকেশন এর দিকে গুরুত্ব দিন

 

ইংরেজি ভাষায় বিভিন্ন শব্দের উচ্চারণের ক্ষেত্রে ধরণ রয়েছে। তাই আপনি যদি ইংরেজিতে ভোকাবুলারি স্কিল বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে সে উচ্চারণের ধরণ সম্পর্কে বুঝতে সাহায্য করবে। 

 

কোন শব্দ শেখার পর তার সংকলনগুলি এমন শব্দের সাথে  সেট যা আপনি কোন শব্দের গভীরতা এবং শব্দের ব্যবহারবিধি বৃদ্ধি করতে সাহায্য করে। উদাহরণ হিসেবে ধরা যায় 'প্রচুর দূষিত' কিন্তু 'প্রবলভাবে দূষিত' নয়। একটি শব্দ কিন্তু তার মাত্রা কিংবা পরিমাণ বুঝতে যুক্ত করা হয়েছে আরেকটি শব্দ। যা শব্দটির অবস্থা এবং পরিস্থিতি ফুটিয়ে তুলতে সাহায্য করবে। 

 

. পরবর্তী শব্দের প্রয়োগ সম্পর্ক জানুন 

 

একটি শব্দ শুধুমাত্র শিখলেই হবে না বরং একটি পরিপূর্ণ বাক্য গঠনের জন্য সেই শব্দের পর পরবর্তী শব্দের ব্যবহার সম্পর্কে জানুন। বিশেষ করে প্রিপোজিশান (Proposition) এবং ভার্বের (Verb) ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানুন।

 

. সমার্থক এবং বিপরীতার্থক শব্দার্থ শেখার দিকে নজর দিন 

 

কোন শব্দকে আপনি সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে সেই শব্দের সমার্থক শব্দ  সম্পর্কেও আপনাকে ভালো ধারণা রাখতে হবে। তাই যেকোনো শব্দ শেখার পাশাপাশি সেই শব্দের সমার্থক শব্দ শেখার দিকেও আপনাকে জোর দিতে হবে। 

 

কোন একটি বাক্যকে সঠিকভাবে প্রেজেন্ট করতে হলে আপনাকে সমার্থক শব্দের পাশাপাশি বিপরীতার্থক শব্দ শেখার দিকেও নজর দিতে হবে। এতে আপনি নতুন শব্দের সাথে পরিচয় ঘটার সুযোগ হবে এবং নতুন শব্দ সম্পর্কেও জানার সুযোগ পাবেন।

 

. শব্দের স্টাইল যাচাই করুন এবং সিলেবল ব্যবহার করে শব্দকে মনে রাখুন

 

একটি শব্দের নানাবিধ অর্থ থাকে। তাই কোন অর্থে কোথায় প্রয়োগ করতে হবে তার জন্য শব্দের যথাযথ ব্যবহার আপনাকে জানতে হবে। শব্দের যথার্থ প্রয়োগের জন্য তাই অর্থ সম্পর্কে পরিপূর্ণ জানার বিকল্প নেই। 

 

আপনি যখন ভোকাবুলারি শিখবেন আপনি সহজ শব্দের পাশাপাশি অনেক সময় বেশ কঠিন শব্দও পেতে পারেন। তাই শব্দ ভাণ্ডারের কঠিন শব্দগুলোকে সিলেবলের মাধ্যমে আপনি খুব সহজে উচ্চারণ করতে পারবেন। পাশাপাশি মনে রাখতে পারবেন।

 

. উপসর্গ, শব্দের উৎপত্তি এবং তার ব্যবহার সম্পর্কে জানুন 

 

যেকোনো শব্দকে যথাৰ্থভাবে উপস্থাপন করার ক্ষেত্রে উপসর্গের পরিপূর্ণ ব্যবহার সম্পর্কে জানার বিকল্প নেই। তাই আপনি যদি শব্দ আয়ত্ত করতে চান তাহলে আপনাকে উপসর্গ সম্পর্কে পুরোপুরি ধারণা অর্জন করতে হবে। 

 

আপনার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্ব দিন প্রত্যেকটি শব্দের উৎপত্তির ইতিহাসের দিকে। আপনি যখন কোন শব্দের উৎপত্তি সম্পর্কে জানতে পারবেন খুব সহজে সে শব্দের ব্যবহারিক প্রয়োগ আপনি ঘটাতে পারবেন।

 

. নিজের মস্তিস্কে একটি পরিকল্পনা সাজিয়ে নিন এবং দক্ষতাকে যাচাই করুন

 

আপনি যদি আপনার ভোকাবুলারি ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চান তাহলে আপনাকে এই নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা সাজিয়ে নিতে হবে। আপনি একটি চ্যালেঞ্জের মতো পরিকল্পনা গুছিয়ে নিলে সময়ের সাথে সাথে আপনার শেখার গতিও বেড়ে যাবে। ফলে অল্প সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। 

 

আপনি প্রতিদিন নতুন নতুন শব্দ শিখছেন তা দিয়ে নতুন নতুন বাক্য গঠন করছেন। আর তাই নিজের প্রস্তুতিকে যাচাইয়ের জন্য সপ্তাহের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। সেদিন হয়ত কোন পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবেন খুব সহজেই।

 

অনেক সময় আপনি নিজের ভুল বুঝতে না পারলেও অপর প্রান্তের ব্যক্তি খুব সহজে আপনার ভুল বুঝতে পারবে। আর সেই জন্য আপনাকে আপনার ভোকাবুলারি টেস্টিং এর জন্য কোন পার্টনারের সহযোগিতা নিতে হবে যা আপনার এই পুরো IElTS যাত্রায় আপনার প্রস্তুতি যাচাইয়ের ক্ষেত্রে বেশ সাহায্য করবে।

 

১০. নিজের ভোকাবুলারি ব্যাগ তৈরি করুন এবং অডিও রেকর্ডের সাহায্য নিন

 

IELTS এ নিজের দক্ষতা বৃদ্ধি করতে হলে আপনার ভোকাবুলারি চর্চার বিকল্প নেই। তাই আপনি যদি ভোকাবুলারি স্কিল বৃদ্ধি করতে চান আপনার নিজের একটি ভোকাবুলারি ব্যাগ তৈরি করে নিতে হবে। 

 

আপনি এই ব্যাগের মাধ্যমে নতুন শব্দ, তাদের অর্থ, উৎপত্তি, ইতিহাস, সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ আপনাকে তালিকাভুক্ত করে নিতে হবে।  

 

অনেক সময় এমন বেশ কিছু শব্দ থাকে যা উচ্চারণ করা বেশ কঠিন। তাই আপনি যদি সেই অজানা শব্দগুলো আয়ত্তে আনতে চান সেক্ষেত্রে অডিও রেকর্ড আপনাকে বেশ সাহায্য করবে। রেকর্ডের মাধ্যমে আপনি কোন শব্দের উচ্চারণ শুনে তা আয়ত্তে আনতে পারবেন সহজে।

 

সেই সাথে ঘুড়ি লার্নিং এর এই কোর্সগুলো দেখতে পারেন। 


 

 

অতিরিক্ত টিপস: সহজ শব্দ দিয়ে শুরুতে বাক্য গঠন করুন

 

IELTS এর পরীক্ষার ভালো দক্ষতা অর্জন করতে ভোকাবুলারি শেখার দিকে পরিপূর্ণ নজর দিতে হবে। ভোকাবুলারি শেখার মাধ্যমকে আপনি লিসিনিং এবং রিডিং এ দক্ষতা অর্জন করতে পারবেন।তাছাড়া নতুন নতুন শব্দ শিখার মাধ্যমে আপনি তা দিয়ে সহজ ভাষায় নতুন নতুন বাক্য গঠন করতে সাহায্য করবে। আর এই অভ্যাসটি নিয়মিত চর্চার মাধ্যমে আপনি খুব সহজে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন।

 

শব্দের উচ্চারণে সাহায্য করবে এমন কিছু টুলস সম্পর্কে জানুন

 

বেশিরভাগ ডিকশনারির মধ্যে কোন স্ট্রেস সিলেবলের পূরণে  [‘]  এই চিহ্নটি ব্যবহার করা হয়। এই চিহ্নটি দ্বারা আপনি কোন শব্দে একটু স্ট্রেস দিয়ে উচ্চারণ করবেন তা বুঝতে সাহায্য করে। আপনি আপনার নোটবুকের মাধ্যমে স্ট্রেস সিলেবলের নিচে মার্ক করতে রাখতে পারেন। ফলে আপনার বুঝার ক্ষেত্রে এবং তা উচ্চারণ করার ক্ষেত্রে সুবিধা হবে। 

 

সেই সাথে ঘুড়ি লার্নিং ইংলিশ শেখার এই কোর্সগুলো দেখতে পারেন। 


 

 

উপসংহার

 

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন বেশ গুরুত্ব বহন করে। আর ভোকাবুলারি স্কিল অর্জন করা ছাড়া আপনি কখনোই আপনার IELTS দক্ষতা বৃদ্ধি করতে পারবেন না। আশা করি আজকের ব্লগ আপনাকে উপরের আলোচিত টিপসগুলো প্রয়োগের মাধ্যমে খুব সহজে নিজের ভোকাবুলারি অর্জন এবং IELTS ভোকাবুলারি অর্জনেও সহায়তা করবে।

 

প্রতিনিয়ত এমন টিপস পেতে যুক্ত হোন ঘুড়ি লার্নিং এর ব্লগের সাথে এবং নিত্য-নতুন দক্ষতা অর্জনে ঘুড়ি লার্নিং কোর্স করুন কম খরচে ঘরে বসে। ধন্যবাদ ঘুড়ি লার্নিং এর সাথে থাকার জন্য। 

Related Post

No data found