১২ টি Tense এর গঠন
ইংরেজি গ্রামারের Tense সম্পর্কে আমরা সবাই অবগত। Tense মূলত কি? কত ধরনের হয়ে থাকে? বাক্যে কোনটি কোন Tense সেটা আমরা কিভাবে বুঝব? ইংরেজি গ্রামারে মূলত ১২ টি Tense রয়েছে। এই ১২টি Tense এর গঠন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। এই ১২ টি টেন্স এর গঠন স্পষ্ট ভাবে মনে রাখতে পারলে Tense চেনা খুব সহজ হয়ে যাবে। ঘুড়ি লার্নিং এর আজকের ব্লগে আমরা ১২ টি Tense এর গঠন ও উদাহরণ সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। সেই সাথে সহজে ইংরেজি শেখার জন্য ঘুড়ি লার্নিং এর ডেডিকেটেড ইংলিশ লার্নিং কোর্স বা গ্রামার কোর্সের সাথে যুক্ত হতে পারেন।
Tense কি
Tense অর্থ কাল। যে সময়ে কোনো কাজ বা ক্রিয়া চলছে, চলেছিল, চলবে বা কোনো ঘটনা ঘটছে, ঘটেছিল, ঘটবে বুঝায় তাকেই Tense বলে। এটি মূলত কোনো ক্রিয়া বা ঘটনা ঘটার সময়কে সূচিত করে। এটি বাংলা, ইংরেজি এবং অন্যান্য বিভিন্ন ভাষার ব্যাকরণের একটি অংশ। বাক্যের সময়কাল, অর্থ পরিষ্কার ও স্পষ্ট করে বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়। এর ফলে বাক্যের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালের মধ্যে কোন সময়ে ক্রিয়া বা ঘটনা সম্পন্ন হয়েছিল তা সুনির্দিষ্ট করা যায়।
Tense কত প্রকার ও কি কি
ইংরেজি ব্যাকরণের Tense এর গুরুত্ব অনেক। ইংরেজি ভাষায় প্রধানত ১২ ধরনের Tense রয়েছে। তবে Tense বা কাল মূলত ৩ প্রকারের হয়ে থাকে, এগুলো হলো-
এই ৩ ধরনের Tense এর আবার ৪টি করে প্রকারভেদ রয়েছে এগুলো হলো-
Present Tense (বর্তমান কাল):
Past Tense (অতীত কাল):
Future Tense (ভবিষ্যৎ কাল):
১২ টি Tense এর গঠন
আমরা জানি ইংরেজি ভাষায় মোট ১২ ধরনের Tense রয়েছে। এখন আমরা এই ১২ টি Tense এর গঠন এবং উদাহরণ সহ বিস্তারিতভাবে আলোচনা করব।
১. Simple Present Or Present Indefinite Tense
বর্তমান কালে কোনো কাজ বা ক্রিয়া সাধারণভাবে চলছে বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।
গঠন: Sub + Base Verb + Obj
উদাহরণ: I eat breakfast every morning, I eat rice, I go to school.
২. Present Continues Tense
বর্তমান কালে কোনো কাজ বা ক্রিয়া চলমান অবস্থায় আছে অর্থাৎ বর্তমানে কাজ চলছে / চলমান বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।
গঠন: Sub + Auxialiary Verb ( am, is, are) + verb এর সাথে ing + Obj
উদাহরণ: He is playing Soccer, I am eating rice, He is reading a book.
৩. Present Perfect Tense
বর্তমান কালে কোনো কাজ বা ক্রিয়া শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আছে এমন বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।
গঠন: Sub + Have / Has + verb এর Past Participle Form + Obj
উদাহরণ: They have visited Paris before, I have eaten rice, He has gone to school.
৪. Present Perfect Continues Tense
বর্তমান কালে কোনো কাজ বা ক্রিয়া নির্দিষ্ট সময় ধরে চলছে বা চলমান আছে বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।
গঠন: Sub + Have been / Has been + verb এর সাথে ing + since / for+ Time period + Obj
উদাহরণ: I have been studying for hours, It has been raining since morning.
৫. Simple Past Or Past Indefinite Tense
অতীত কালে কোনো কাজ বা ক্রিয়া সাধারণ ভাবে হয়েছিল বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।
গঠন: Sub + Verb এর past form + Obj
উদাহরণ: I ate rice, I went to school, She finished her homework last night.
৬. Past Continues Tense
অতীত কালে কোনো কাজ বা ক্রিয়া চলমান ছিলো বা কাজ চলছিল বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।
গঠন: Sub + was / were + Verb এর সাথে ing + Obj
উদাহরণ: They were watching a movie, It was raining, He was playing.
৭. Past Perfect Tense
অতীত কালে ২টি কাজ বা ক্রিয়া চলছিলো কিন্তু একটি আগে ও অন্যটি পরে হয়েছিল বুঝায়। যেই কাজটি আগে হয়েছিল সেটি Past Perfect Tense এবং যেটি পরে হয়েছিল সেটি Past Indefinite Tense.
গঠন: Sub + Had + Verb এর Past participle + Before / After + Obj
উদাহরণ: The Patient had Died Before the doctor came, He had already eaten when I arrived.
৮. Past Perfect Continues Tense
অতীত কালে কোনো কাজ বা ক্রিয়া কিছু সময় ধরে / যাবত হয়েছিল বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।
গঠন : Sub + Had been + Verb এর সাথে ing + Since / for + Time period + Obj
উদাহরণ: We had been working for hours, She had been waiting since Sunday.
৯. Simple Future Or Future Indefinite Tense
ভবিষ্যত কালে কোনো কাজ বা ক্রিয়া সাধারণ ভাবে ঘটবে বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।
গঠন: Sub + Shall / Will + Verb এর present form + Obj
উদাহরণ: I shall eat rice, They will arrive tomorrow, I will go to school.
১০. Future Continues Tense
ভবিষ্যত কালে কোনো কাজ বা ক্রিয়া চলমান অবস্থায় থাকবে এমন বুঝালে এই Tense এর অন্তর্ভুক্ত হবে।
গঠন: Sub + Shall be / Will be + Verb এর সাথে ing + Obj
উদাহরণ: I will be reading the book, He will be studying.
১১. Future Perfcet Tense
ভবিষ্যত কালে কোনো কাজ বা ক্রিয়া শেষ হবে বা হয়ে থাকবে এমন বুঝালে এই Tense এর অন্তর্ভুক্ত হবে।
গঠন: Sub + Shall have / Will have + Verb এর Past Participle + Obj
উদাহরণ: They will have completed the project, I will have eaten rice, He will have gone to Dhaka.
১২. Future Perfect Continues Tense
ভবিষ্যত কালে কোনো কাজ বা ক্রিয়া কিছু সময় যাবত বা কিছু সময় ধরে হতে থাকবে বুঝালে এই Tense এর অন্তর্ভুক্ত হবে।
গঠন: Sub + Shall have been / Will have been + Verb এর সাথে ing + Since / For + Time period + Obj
উদাহরণ: She will have been working here for 2 months, It will have been raining since 3 days here.
উপরে আলোচিত ১২টি Tense এর গঠন এবং উদাহরণগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রত্যেকটা Tense এর গঠন একটি থেকে অপরটি সম্পূর্ণ আলাদা। এই গঠনগত পার্থক্যের কারণেই প্রতিটি বাক্যে Tense গুলো আলাদা আলাদা ভাবে চেনা যায়।
Tense চেনার উপায়
Tense চেনার একটি অন্যতম উপায় হলো প্রত্যেকটি Tense এর গঠন মনে রাখা। তবে ১২ টি Tense এর গঠন আলাদা আলাদা হওয়ায় সবগুলো মনে রাখা আসলেই একটি জটিল ব্যাপার। তাই আমরা কিছুটা অন্যভাবে এই Tense চেনার উপায় সম্পর্কে জানবো।
Past Tense বা অতীত কাল হলে বাক্যের ক্রিয়া বা Verb এর শেষে সবসময় ল/ম থাকে। যেমন : খেয়েছিলাম, পড়েছিলাম, গিয়েছিলাম, বসেছিলাম ইত্যাদি।
Future Tense বা ভবিষ্যৎ কাল হলে বাক্যের ক্রিয়া বা Verb এর শেষে সমসময় 'ব' থাকবে। যেমন : খাব, যাব, করব, আসব, পড়ব ইত্যাদি।
Present Tense বা বর্তমান কাল হলে বাক্যের ক্রিয়া বা Verb এর শেষে ল/ম এবং ব বাদে বাকি সব হতে পারে। ল/ম এবং ব যখন ক্রিয়ার শেষে থাকবে না তখন বুঝতে হবে এটি Present Tense বা বর্তমান কাল। যেমন : যাচ্ছি, গিয়েছি, যায়, যাচ্ছে, পড়েছে, পড়েছে ইত্যাদি।
এভাবে সহজ পদ্ধতি অবলম্বন করে বাক্যে Tense বা কাল চেনা যায়।
শেষ কথা
Tense বলতে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ কালকে বুঝায়। বর্তমান অতীতের ভবিষ্যৎ কালে কোন ক্রিয়া বা ঘটনা ঘটার সময়কে নির্দিষ্ট করার জন্যই মূলত Tense এর ব্যবহার করা হয়। উপরে উল্লেখিত ১২ টি Tense এর গঠন সঠিকভাবে মনে রাখতে পারলে যেকোনো বাক্যের Tense বা কাল সনাক্ত করা খুব সহজ হয়ে যাবে। আরও বিস্তারিত জানার জন্য এবং সহজে ইংরেজি শেখার জন্য ঘুড়ি লার্নিং এর ডেডিকেটেড ইংলিশ লার্নিং কোর্সের সাথে যুক্ত হতে পারেন। সেই সাথে ঘুড়ি লার্নিং এর ব্লগ ভিজিট করুন নিয়মিত। ধন্যবাদ।
Answer these 5 questions to assess yourself and get a bonus 5 points.
Take the quiz now