Data Analysis এর জন্য যে সফটওয়্যারগুলো জানা প্রয়োজন

Data Analysis এর জন্য যে সফটওয়্যারগুলো জানা প্রয়োজন

ডাটা এনালাইসিস কি? এ সেক্টরে সম্ভাবনা কেমন? ডাটা এনালাইসিসে ক্যারিয়ার গড়তে যে সফটওয়্যারগুলো আপনার শেখা প্রয়োজন?

বর্তমান আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য সংগ্রহ এবং তা এনালিসিস কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনি তা জানেন। আমরা এখানে আলোচনা করবো ডাটা এনালাইসিস (Data Analysis) কি? ডাটা এনালাইসিস এর গুরুত্ব, এবং কোন ডাটা এনালাইসিস সফটওয়্যার বা টুল‌ অধিক পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এমনকি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনি জানতে পারবেন কোন সফটওয়্যার ব্যবসায়িক সফলতার জন্য আপনি নিশ্চিতে ব্যবহার করবেন। কোন‌টি গবেষণায়, কোনটি স্বাস্থ্য ক্ষেত্রে বা গানিতিক বিশ্লেষণে বেশি ব্যবহৃত হয়। 

অর্থাৎ এই আর্টিকেল আপনাকে সঠিক ডাটা এনালাইসিস সফটওয়্যার বেছে নিতে সাহায্য করবে। আরও জানতে পারবেন কোনগুলো ফ্রী ভার্সন রয়েছে আর কোন গুলো ব্যবহারের জন্য মোটা অংকের অর্থ ব্যয় করতে হবে। এছাড়াও আপনি যদি ডাটা এনালিসিস সেক্টরে ক্যারিয়ার গড়তে চান তাও সাহায্য করবে। এজন্য যদি আপনি ব্যক্তিগতভাবে Data Analysis শিখে নেন তবে আপনার ক্যারিয়ারেও গুরুত্ব বহন করবে।

ডাটা এনালাইসিস কি

ডাটা এনালাইসিস (Data Analysis) হল অগোছালো ডাটা (Raw Data) পরিষ্কার, পরিবর্তন এবং  রূপান্তরকরণ প্রক্রিয়া। তাছাড়া কার্যকর প্রয়োজনীয় তথ্য আহরণ করে তা বিচার বিশ্লেষণ করে কোন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্ৰহন করা— তা হতে পারে ব্যক্তিগত জীবনে বা ব্যবসায়ীক সিদ্ধান্ত গ্ৰহনের ক্ষেত্রে।

এক্ষেত্রে কার্যকর অন্তর্দৃষ্টি এবং পরিসংখ্যান প্রদান করে সিদ্ধান্ত গ্ৰহণে ঝুঁকি কমায়। যা মূলত  চার্ট, চিত্র, টেবিল এবং গ্রাফের মাধ্যম উপস্থাপন করা হয়।

ডাটা সায়েন্স শিখতে নিচের কোর্সটি দেখতে পারেন—

ডাটা এনালাইসিস এর একটি সাধারণ উদাহরণ যদি আমারা দেখি তা হল— আমাদের জীবনে যদি কোন সিদ্ধান্ত নিতে যাই তাহলে শেষ বার কি হয়েছিল বা আমরা  যদি একই সিদ্ধান্ত নিই তবে কি হতে পারে এটা আমরা ভালো মত চিন্তা করি। অতীত বা ভবিষ্যৎ বিশ্লেষণ করে করে সিদ্ধান্ত গ্ৰহন করার চেষ্টা করে থাকি এবং এজন্য আমরা অতীতের স্মৃতিগুলো এবং ভবিষ্যতের স্বপ্ন সংগ্ৰহ করি। সুতরাং এটাই হচ্ছে ডাটা এনালাইসিস। ব্যবসায়িক সফলতার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে ডাটা এনালাইসিস সফটওয়্যারের মাধ্যমে তা ফলাফল তৈরিতে ব্যবহার করা হয়।

কেন ডাটা এনালাইসিস?

আপনার ব্যবসা এবং জীবনের উন্নয়ন করতে কোন‌ না কোন সময় আপনাকে এনালাইসিস  করতে হয়।

যদি ব্যবসাই আপনি উন্নতি করতে না পারেন তবে আপনার পেছনের ফিরে দেখা উচিত এবং ভূলগুলো খুঁজে দেখতে হবে এবং ভূলগুলো যাতে‌ পুনরাবৃত্তি না  হয় সেজন্য আপনার সুষ্ঠ পরিকল্পনা গ্ৰহণ করতে হবে। এমনকি আপনার ব্যবসা যদি ক্রম বর্ধমান হয়ে থাকে তবে ব্যবসাকে যেন আরও বৃদ্ধির জন্য উন্মুখ হতে পারে সেটা অবশ্যই সঠিক ডাটা এনালাইসিস প্রক্রিয়াই মাধ্যমে বের করতে হবে।

ডাটা এন্ট্রি শিখতে নিচের কোর্স ২টি দেখতে পারেন—

কেন ডাটা এনালাইসিস গুরুত্বপূর্ণ? আপনার ব্যবসায় কেন ডাটা এনালাইসিস করা উচিত এবং এর গুরুত্বপূর্ণ কারণগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 

. সঠিক গ্ৰাহক টার্গেট করা: আপনার ব্যবসার মূল্যবান সময় এবং অর্থ কোথায় ব্যয় করবেন সেজন্য ‌সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। কারা আপনার গ্ৰাহক এবং কাদের আপনার বিজ্ঞাপনের প্রতি আগ্ৰহ আছে এবং কাদের আগ্ৰহ নেই সেই বিষয়ে এনালিইসিস খুব গুরুত্ব‌বহন করে। কোথায়-কাদের কাছে বিজ্ঞাপন প্রচার করবেন সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে আপনি ডাটা এনালাইসিস সফটওয়্যারের সাহায্য নিলে সঠিক গ্রাহক টার্গেট করতে পারবেন।

. সঠিক গ্ৰাহকদের আরও ভালোভাবে জানতে পারবেন: ডাটা এনালাইসিস এর সাহায্যে আপনার পন্যের প্রচার করলে গ্ৰাহকের আগ্ৰহ, চাহিদা সহজে জানতে পারবেন। টার্গেট কাস্টমারের ব্যয় করার অভ্যাস, তাদের প্রোডাক্ট ব্যবহারের পর মতামত, বিজ্ঞাপন প্রচার আরো কতদিন করতে হবে- কোন সময়ে করতে হবে‌, কতগুলো প্রোডাক্ট বাজারের আনতে হবে এবং কোন প্রোডাক্ট গ্ৰাহক পছন্দ করছে,  কোনগুলো পছন্দ করছেনা এই সকল বিষয়গুলো থেকে সঠিক সিদ্ধান্ত গ্ৰহন করতে ডাটা এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ।

. ব্যয় হ্রাস পাবে: ডাটা এনালাইসিস আপনার ব্যবসার কোন জায়গায় কি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, কোথায় ব্যয় বৃদ্ধি করতে হবে, কোথায় ব্যয় কমাতে হবে এগুলো এনালাইসিস করে সঠিক সিদ্ধান্ত গ্ৰহণে সহযোগিতা করে। এতে করে অপ্রয়োজনীয় খরচ হ্রাস পায় যা আপনার ব্যবসায় সফলতাই খুব গুরুত্বপূর্ণ।

. সঠিক সিদ্ধান্ত এবং সমস্যা সমাধান: ডাটা এনালাইসিস আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্ৰহণে সহযোগিতা করে এবং আপনার ব্যবসার সমস্যাগুলো খুঁজে বের করে কীভাবে ‌সহজ সমাধান করা যায় তাতে সাহায্য করে— যা কিনা আপনার ব্যবসার উন্নয়নের জন্য অপরিহার্য।

. নির্ভুল ডাটা সংগ্ৰহ: ডাটা এনালাইসিস এর জন্য এবং সঠিক সিদ্ধান্ত গ্ৰহণে আপনার নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। সঠিক তথ্য, অতীত এবং ভবিষ্যত বিপণন কৌশল, ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ  এবং ব্যবসায়িক‌ দূরদর্শিতা‌ বৃদ্ধিতে সহায়তা করে।

ডাটা এনালাইসিসে যে সফটওয়্যারগুলো ব্যবহার হয় 

এখানে গুরুত্বপূর্ণ ১৫টি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনার ডাটা এনালাইসিস এর জন্য অনেক বড় বড় কোম্পানি তাদের ব্যবসায়িক ডাটা এনালাইসিস এর জন্য ব্যবহার করে। ডাটা এনালাইসিস করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এই আলোচনা আপনাকে অনেক সাহায্য করবে।

ডাটা সার্ভার শিখতে নিচের কোর্সটি দেখতে পারেন—

ডাটা এনালাইসিস করতে যে সফটওয়্যারগুলো শেখা প্রয়োজন—

  • মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel)
  • এসপিএসএস(SPSS)
  • স্ট্যাটা (Stata)
  • ম্যাটলাব (Matlab)
  • এসএএস (SAS)
  • মিনিট্যাব (Minitab)
  • পাক্সেটা (Paxata)
  • আর এবং পাইথন (R and Python )
  • ট্যাবল্যু (Tableau)
  • র‍্যাপিডমাইনার (RapidMiner)
  • KNIME
  • পাওয়ার BI (Power BI)
  • ক্লিক ভিউ (QlikView)
  • ট্যালেন্ড (Talend)
  • স্প্লঙ্ক (Splunk)
  •  

. মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel)

এক্সেল মাইক্রোসফট অফিসের একটি অংশ। এক্সেল স্প্রেডশিটে প্রয়োজনীয় পরিমাণ, তথ্য -উপাত্ত দিয়ে হিসাব নিকাশ করা খুব সহজ। এছাড়াও পিভট টেবিল এবং প্রোগামিং এর সুবিধা রয়েছে। পিভট টেবিল এর জন্য আপনি অনেক তথ্যের মধ্যে আপনার প্রয়োজনীয় তথ্য খুব সহজেই খুঁজে নিতে পারবেন। এছাড়াও এক্সেল এ রয়েছে হোয়াট-ইফ অ্যানালাইসিস যার মাধ্যমে সূত্র ব্যবহার করে বিভিন্ন মান  ব্যবহার করে বিকল্প ফলাফল দেখে নেয়া যায়। এছাড়াও সল্ভার টুল রয়েছে তার সাহায্যে বিভিন্ন সমস্যার সবচেয়ে ভালো সমাধান খুঁজে নেয়া যায় খুব সহজেই। তাছাড়া অ্যানালাইসিস টুলপ্যাক রয়েছে যার সাহায্যে পরিসংখ্যান, অর্থনীতি, প্রকৌশলীভিত্তিক উপাত্ত বিশ্লেষণ করার জন্য বিভিন্ন টুল পাওয়া যায়।

বর্তমান সময়ে এক্সেল অনেক সহজলভ্য। ম্যাক ওএস এবং উইন্ডোজ ছাড়াও‌ মোবাইল অপারেটিং সিস্টেমে সহজেই ব্যবহার করা যায়।

মাইক্রোসফট এক্সেল শিখতে নিচের কোর্স ৩টি দেখতে পারেন—

. এসপিএসএস (SPSS)

বর্তমান সময়ে এসপিএসএস এর বিভিন্ন ভার্সন রয়েছে তার মধ্যে অন্যতম SPSS ১০। বড় পরিসরে কাজ করার জন্য এসপিএসএস খুবই ভালো একটি সফটওয়্যার। কেস স্টাডির ক্ষেত্রে যখন সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞানের ডাটা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কাজ করতে অনুসন্ধানমূলক গবেষণা প্রতিবেদন করা দরকার হয় তাদের জন্য এই সফটওয়্যারটি তথ্য-উপাত্ত সহজে বিশ্লেষণ করা খুব সহযোগিতাপূর্ণ। এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি মার্কেট এনালাইসিস করতে পারবেন। আপনি নির্ভরযোগ্য ডাটা পরীক্ষা করতে পারবেন। এসপিএসএস ফ্রী ভার্সন পিএসপিপি নামে রয়েছে। অন্যান্য ফ্রী সফটওয়্যার গুলোর চেয়ে ফ্রি ভার্সনে এই সফটওয়্যার এর সুবিধা বেশি রয়েছে।

. স্ট্যাটা (Stata)

স্ট্যাটা সফটওয়্যারটি ডেভলপ করেন স্ট্যাটা কর্পোরেশন ।১৯৮৫ সালে স্ট্যাটা ডেভেলপ করা হয়। এটি তিনটি অপারেটিং সিস্টেমে যথা উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স এ ব্যবহার করা যায়। এই সফটওয়্যারটি বেশি ব্যবহার করা হয় মূলত বায়োমেডিসিন সংক্রান্ত গবেষণার কাজে।

তবে অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানসহ প্রভৃতি গবেষণায়ও বেশ ব্যবহার করা হয়। বর্তমান সময়ের প্রয়োজন অনুসারে 3D গ্রাফিক্স সিস্টেমও রয়েছে। এই সফটওয়্যারটিকে আপনি বলতে পারেন সাইন্স এর জন্য প্রয়োজনীয় সবকিছুর একট সমন্বিত প্যাকেজ। কারণ এই সফটওয়্যারটি ব্যবহার করে ম্যানিপুলেশন, ভিজ্যুয়ালাইজেশন, পরিসংখ্যান এবং স্বয়ংক্রিয় প্রতিবেদন তৈরি করা যায় সহজে।

অনুসন্ধানমূলক গবেষণার ক্ষেত্রে এটি ব্যাপক জনপ্রিয়। এটি ফ্রি ট্রায়ালের সুবিধা প্রদান করে, তবে এর ফ্রী ভার্সন নেই। এর জন্য ব্যয় করতে হবে আপনাকে বছরে ১৭৯ ডলার।

. ম্যাটলাব (Matlab)

ম্যাটলাব সফটওয়্যারটি ডেভেলপ করে ম্যাথওয়ার্কস সফটওয়্যার কোম্পানী।‘দ্য ল্যাংগুয়েজ অফ টেকনিক্যাল কম্পিউটিং‘ বলা হয় ম্যাটলবকে কারণ ম্যাটলাবকে  শক্তিশালী সফটওয়্যার হিসেবে ব্যবহার করা যায়। ম্যাট্রিক্সের এবং ফাংশনের এটি বহুল ব্যবহৃত হয়। সফলভাবে ভেক্টর ডেটা ম্যানিপুলেশনে ব্যবহ্নত শক্তিশালী সফটওয়্যার এটি।

গানিতিক হিসাবে নিকাশ করা যায় বলে প্রকৌশলীরা ম্যাটলাব বেশি ব্যবহার করে থাকে। এছাড়া ম্যাটলাব‌ ব্যবহার করে অনুসন্ধানমূলক ডাটা বিশ্লেষণ করা যায়।  এর কোন ফ্রি ভার্সন নাই তবে ৩০ দিনের ফ্রি ট্রায়াল ভার্সন রয়েছে।

ব্যবসা শিখতে নিচের কোর্সটি দেখতে পারেন—

. এসএএস (SAS)

এই সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেমই আপনি ব্যবহার করতে পারবেন। এর দুটি পৃথক এডিশন রয়েছে একটি অধ্যাপনা বা শিক্ষকতা করেন এমন ব্যক্তিদের জন্য, অপরটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য। এই সফটওয়্যারটির সাহায্যে আপনি ফাংশন, ম্যাট্রিক্স জাতীয় গাণিতিক  সমস্যা সমাধান করতে পারবেন। এটি একটি বহুল ব্যবহৃত পরিমাণভিত্তিক ডেটা বিশ্লেষণ, পরিমাপভিত্তিক ডেটা বিশ্লেষণ বা মিক্সড মডেল ডাটা বিশ্লেষণ সফটওয়্যার। তাছাড়া স্বাস্থ্য গবেষণায় উপাত্ত বিশ্লেষণে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যারটির ফ্রি এডিশন ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন।

. মিনিট্যাব (Minitab)

যুক্তরাষ্ট্রের তিন জন গবেষক – বারবারা রায়ান, থমাস রায়ান ও ব্রায়ান মিনিটাব ডেভেলপ করেন মিনিটাব। সাধারণত মিনিটাব ব্যবহার হয় উইন্ডোজ প্লাটফর্মে— তথ্য বিশ্লেষণ করা জন্য। ব্যবসায়িক প্রতিষ্ঠানের গবেষণার জন্য এই সফটওয়্যারটি বেশ উপযোগী। সহজ ক্যালকুলেশন ও গ্রাফ তৈরীর জন্য সফটওয়্যারটি ব্যবহার করা যায়। সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে পরিমাপ পদ্ধতি বিশ্লেষণ, বিভিন্ন গ্রাফিকাল বিশ্লেষণ, অনুমান নির্ভর পরীক্ষা, ইত্যাদি। এই সফটওয়্যারটি নির্ভুল এবং বিশ্বাসযোগ্য তথ্য প্রদান করতে পারে কারণ এতে রয়েছে ইন্টার‌্যাক্টিভ অ্যাসিস্ট্যান্ট। এটি খুব সহজে পুরোনো এবং নতুন তথ্য বিশ্লেষণ করে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফলাফল প্রদান করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে।

. পাক্সেটা (Paxata)

একটি ব্যবসায়িক উপাত্ত বিশ্লেষক সফটওয়্যার পাক্সেটা (Paxata)। এটি স্বয়ংক্রিয়ভাবে উপাত্ত তৈরি করে অ্যালগোরিদম ও মেশিন লারনিং এর সাহায্যে। ক্যালিফোর্নিয়ার রেডউড সিটির একটি বেসরকারি সফটওয়্যার প্রতিষ্ঠান ২০১২ সালে পাক্সেটা প্রতিষ্ঠা করেন।

. আর এবং পাইথন (R and Python)

শীর্ষ প্রোগ্রামিং ভাষা  R এবং Python ডাটা এনালাইসিস এর ক্ষেত্রে খুবই কার্যকারী। পরিসংখ্যান এবং বিশ্লেষণের জন্য R একটি ওপেন সোর্স টুল। পাইথন উচ্চ স্তরের সহজ সিনট্যাক্স এবং গতিশীল শব্দার্থ বিদ্যা। R এবং পাইথন এই দুইটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এবং এদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। জনপ্রিয় কিছু সাইট যেমন Facebook, YouTube, Netflix, Google পাইথন ব্যবহার করে।

উচ্চ গতি সম্পন্ন এবং নির্ভুল ডাটা এনালাইসিস এর জন্য R এবং Python জনপ্রিয় হয়ে উঠেছে। এরা খুবই সিকিউর এবং নিজেদের সব সময় আপডেট রাখে এবং ঘন ঘন রিলিজ নিয়ে আসে। সুতরাং আপনি আর এবং পাইথন ব্যবহার করেও নির্ভুলভাবে ডাটা এনালাইসিস করতে পারেন। যদিও এটা শেখার জন্য আপনাকে কয়েক মাস সময় দিতে হবে। 

. ট্যাবুল্যে (Tableau)

বাজারে একটি নেতৃস্থানীয় বিজনেস ইন্টেলিজেন্স টুল Tableau. টুলটি আপনি কল্পনা করতে এবং সহজ বিন্যাসে ডাটা বিশ্লেষণ করে ব্যবহার করতে পারেন। লাইভ ডেটা সেটে কাজ করতে পারবেন। ডেটা রেলিং এর পরিবর্তে ডাটা বিশ্লেষণ করতে বেশি সময় ব্যয় করতে পারবেন।

এর পন্য গুলো হচ্ছে—

ট্যাবুল্যে ডেস্কটপ

  • ট্যাবুল্যে সার্ভার
  • ট্যাবুল্যে অনলাইন
  • ট্যাবুল্যে পাঠক
  • ট্যাবুল্যে পাবলিক

Tableau Public হল একটি বিনামূল্যের Tableau সফ্টওয়্যার যা দিয়ে আপনি ভিজ্যুয়ালাইজেশন তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ওয়ার্কবুক বা ওয়ার্কশীটগুলিকে টেবল সার্ভারে সংরক্ষণ করতে হবে প্রথমে। যা যে কেউ দেখতে পারবেন।

Citibank, Deloitte, Skype এবং Audi এর মত কোম্পানিগুলো তাদের ডাটা কল্পনা করতে এই টুল ব্যবহার করে থাকে।

Tabluau নিয়মিত আপডেট রাখে এটি ব্যবহারকরীদের নিম্ন লিখিত সুবিধা দেয়ার জন্য।
 

  • ব্যবহারকারী  যাতে দ্রুত বিশ্লেষণ করতে পারে
  • স্মার্ট ড্যাশবোর্ড এর সুবিধা
  • স্বয়ংক্রিয়ভাবে আপডেট করার সুযোগ 
  • ব্যবহার করা খুব সহজ
  • যে কোনো তথ্য অন্বেষণ করতে পারেন

১০র‍্যাপিডমাইনার (RapidMiner)

RapidMiner হল ডেটা প্রক্রিয়াকরণ, Machine লার্নিং মডেলে তৈরি এবং স্থাপনের  প্ল্যাটফর্ম। BMW, Hewlett Packard Enterprise, EZCater, Sanofi এর মতো কোম্পানি গুলো RapidMiner ব্যবহার করে। সম্প্রতি RapidMiner 9.6 চালু হয়েছে, যা অত্যন্ত স্বচ্ছ, এন্ড-টু-এন্ড ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম যা ডেটা প্রস্তুতি, মেশিন লার্নিং এবং মডেল অপারেশন করতে পারে।

RapidMiner এর পণ্যগুলি হচ্ছে—

  • স্টুডিও
  • যেওয়া
  • সার্ভার
  • রিয়েল-টাইম স্কোরিং
  • রাদুপ

১১. KNIME

কনস্ট্যানজ ইনফরমেশন মাইনার যা KNIME নামে সুপরিচিত একটি ওপেন-সোর্স ডেটা অ্যানালিটিক্স, রিপোর্টিং এবং ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম ।

KNIME  দুটি সফ্টওয়্যার প্রদান করে যথা:

  • KNIME অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম
  • KNIME সার্ভার 

KNIME ব্যবহার করতে খুব বেশি প্রোগ্রামিং জ্ঞানের প্রয়োজন হয় না। আপনি ডাটা সংগ্ৰহ এবং মডেল তৈরি করতে পারবেন এমনকি স্থাপনা এবং উৎপাদন কাজও করতে পারবেন।

১২. পাওয়ার BI (Power BI)

মাইক্রোসফট এর পন্য পাওয়ার বিআই। ব্যবসায়িক বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি স্ব-পরিষেবা ব্যবসায়িক বুদ্ধিমত্তার ক্ষমতা সম্পন্ন। এটি ইন্টারেক্টিভ ভিজ্যুয়ালাইজেশন প্রদান করে থাকে। এমনকি ব্যবহারকারীদের কারও উপর নির্ভর করতে হয় না— নিজেরাই ড্যাশবোর্ড এবং রিপোর্ট তৈরি করতে পারেন।

Power BI এর পণ্য

  • পাওয়ার বিআই ডেস্কটপ
  • পাওয়ার বিআই প্রো
  • পাওয়ার বিআই প্রিমিয়াম
  • পাওয়ার বিআই মোবাইল
  • পাওয়ার বিআই এমবেডেড
  • পাওয়ার বিআই রিপোর্ট সার্ভার

বহুজাতিক সংস্থাগুলি যেমন Adobe, Heathrow, Worldsmart, GE Healthcare, Power BI ব্যবহার করে থাকে—ডাটা থেকে শক্তিশালী ফলাফল অর্জনের জন্য। ব্যবহারকারীদের ডেটা বিশ্লেষণ করতে, ডেটা সংযোগ করতে এবং বিভিন্ন অফিস প্ল্যাটফর্মে ডেটা সুরক্ষিত রাখার জন্য এই সফটওয়্যার অতুলনীয়। এমনকি power BI নিয়ে এসেছে Azure + Power BI এবং Office 365 + Power BI এর কম্বিনেশন যা বেশ উপকারী। 

পাওয়ার BI (Power BI) শিখতে নিচের কোর্সটি দেখতে পারেন—

১৩. ক্লিক ভিউ (QlikView)

QlikView একটি বিজনেস ইন্টেলিজেন্স, ডেটা ভিজ্যুয়ালাইজেশন, এবং ডেটা অ্যানালিটিক্স টুল। এটি ব্যবসাকে ত্বরান্বিত করতে ডেটা ইন্টিগ্রেশন, ডেটা লিটারেসি এবং ডেটা অ্যানালিটিক্সের মতো বৈশিষ্ট্যগুলো প্রদান করে থাকে।

QlikView-এর শীর্ষ গ্রাহক CISCO, NHS, KitchenAid, SAMSUNG। এছাড়াও 50 হাজারের বেশি গ্ৰাহক আছে সারা বিশ্বে।

সম্প্রতি Qlik Sense, এবং Qlik Alerting চালু করছে যা কৃত্তিম বুদ্ধিমত্তা এবং সতর্কতামূলক প্লাটফর্ম— ব্যবহারকরীদের সম্ভাব্য সমস্যা খুঁজে বের করে এবং সমাধান করার চেষ্টা করে ।

১৪. ট্যালেন্ড (Talend)

বাজারে শক্তিশালী ডাটা ইন্ট্রিগেশন টুলগুলোর মধ্যে একটি ট্যালেন্ড। এটি Eclipse গ্রাফিকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে। এই টুলটি সহজেই ETL প্রক্রিয়ার সাথে জড়িত সকল পদক্ষেপগুলো পরিচালনা করতে দেয় এবং সকলের জন্য অ্যাক্সেসযোগ্য। পরিষ্কার ডাটা সরবারহ এর লক্ষ্য নিয়ে যারা কাজ করে তাদের জন্য এটি কার্যকারী। 

ট্যালেন্ড এর রয়েছে পাঁচটি পন্য—

  • ট্যালেন্ড ওপেন সোর্স
  • ডাটা লোডার স্টিচ করুন
  • টেলেন্ড পাইপলাইন ডিজাইনার
  • ট্যালেন্ড ক্লাউড ডেটা ইন্টিগ্রেশন
  • ট্যালেন্ড ডেটা ফ্যাব্রিক

ট্যালেন্ড  ডেটার গুণগত মান বজায় রেখে কাজ করার  জন্য দারুণ প্লাটফর্ম। আপনার প্রয়োজনীয় মুহূর্তের সম্পূর্ণ এবং পরিষ্কার ডাটা ট্যালেন্ট দিয়ে থাকে, ডেটা ইন্টিগ্রেশন, ক্লাউড এপিআই পরিষেবা প্রদান, ডেটা প্রস্তুত করা এবং ডেটা ক্যাটালগ এবং স্টিচ ডেটা লোডার করতে সহযোগিতাপূর্ণ। 

১৫. স্প্লঙ্ক (Splunk)

ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে ডাটা অনুসন্ধান বিশ্লেষণ এমনকি কল্পনা করতে ব্যবহার করা হয় স্প্লঙ্ক। এর পন্য গুলো হচ্ছে—

  • স্প্লঙ্ক ফ্রি
  • স্প্লঙ্ক এন্টারপ্রাইজ
  • স্প্লঙ্ক ক্লাউড

এই তিনটি পন্য স্বতন্ত্র তাদের অফার এবং বৈশিষ্ট্যের জন্য। ফরচুন 100-এর মধ্যে 92টি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেমন Dominos, Otto Group, Intel, Lenovo স্প্লঙ্ক ব্যবহার করে। 

প্রায় সমস্ত সংস্থা বিভিন্ন বিভাগ জুড়ে ডেটা মোকাবেলা করে, সুতরাং  অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে স্প্লঙ্কের লক্ষ্য হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রতিটি অংশে ডাটা আনা, টিমগুলোকে স্প্লঙ্ক ব্যবহার করে মনিটরিং অভিজ্ঞতা প্রদান ইত্যাদি করে থাকে। এমনকি  ভবিষ্যদ্বাণী করতে সাহায্য করে, সমস্যাগুলি সনাক্ত করা এবং নির্ণয় করা, দৃশ্যমানতা পরিষ্কার করা, ব্যবসায়িক প্রক্রিয়াগুলি অন্বেষণ-কল্পনা করা এবং সম্পূর্ণ নিরাপত্তা স্প্লঙ্ককে করেছে সময়োপযুগী। 

১৬. আক্কিও (Akkio)

Akkio একটি AI-চালিত টুল। এটি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এটি মডেলের পরিসংখ্যানগত কার্যকারিতা নির্ধারণ করে থাকে এবং প্রদর্শন করে। Akkio হল ভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণ করার জন্য একটি নন-টেকনিক্যাল সফটওয়্যার যা সামান্য টেকনিক্যাল জ্ঞানে যে কেউ ব্যবহার করতে পারে। 

উপসংহার

বর্তমান সময়ে ডাটা এনালাইসিস কতটা প্রয়োজনীয় আশা করি এই আলোচনা থেকে আপনি জানতে পেরেছেন। আপনি ব্যক্তি জীবনে, শিক্ষা ক্ষেত্রে, গবেষণায়, ব্যবসায়িক কাজে এই সফটওয়্যারগুলো দারুণভাবে সহায়তা করবে। ডাটা এনালিসিস সেক্টরে ক্যারিয়া গড়ার জন্যও এই আর্টিকেল আপনাকে হেল্প করবে। 

এখন আপনার প্রয়োজন উপযুক্ত সফটওয়্যারটি শিখে নিতে পারবেন। আশা করি ডাটা এনালাইসিস নিয়ে দ্বিধা আপনার দূর হবে। এরকম নিয়মিত প্রয়োজনীয় ব্লগ পেতে ঘুড়ি লার্নিং ব্লগ ভিজিট করুন এবং নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে আমাদের কোর্সগুলো অংশগ্রহণ করে নিজে যুগের সাথে সামঞ্জস্য রেখে গড়ে তুলুন। 

Related Post

No data found