আপনি কি UI/UX ডিজাইনের মতো কোন চ্যালেঞ্জিং পেশায় নিজের ক্যারিয়ার গঠনের কথা ভাবছেন? বর্তমান যুগের অন্যতম চাহিদা-সম্পন্ন বিষয় হিসেবে UI/UX ডিজাইনের আত্মপ্রকাশ, যেখানে আপনি দীর্ঘস্থায়ী ক্যারিয়ার গড়তে পারেন।
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। যেখানে প্রযুক্তির উপর ভর করে গোটা বিশ্ব এগিয়ে চলেছে সেখানে আমরাও সেই তালে প্রতিনিয়ত নতুন সম্ভাবনার দিকে পা বাড়াচ্ছি। ব্যাপারটি আশ্চর্যজনক হলেও সত্য যে, এই সম্ভাবনার খাতটির উপর ভর করে নতুন নতুন কর্মসংস্থান গড়ে উঠেছে। আর তাই ডিজিটাল এই যুগে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে স্কিল অর্জন করার বিকল্প নেই।
বর্তমান সময়ে ক্যারিয়ার হিসেবে একজন ডিজাইনারের এডুকেশন, বিজনেস, স্পোর্টস, ফ্রিল্যান্সিং সকল ক্ষেত্রে বেশ চাহিদা বেড়েছে। তাই আপনি যদি সম্ভাবনাময় এই সেক্টরে নিজের ক্যারিয়ার গঠন করার কথা ভাবছেন তাহলে বর্তমান যুগের অন্যতম চাহিদা হিসেবে একজন UI/UX ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। তাই UI/UX এর এ টু জেড নিয়ে বিস্তারিত থাকছে আজকের আলোচনায়।
UI বলতে কি বুঝায়?
UI এর পূর্ণরূপ হল User Interface। বিভিন্ন ওয়েবসাইট, এপ্লিকেশনের ক্ষেত্রে একজন ইউজার হিসেবে আমরা যে ইউজার ইন্টারফেসটি ব্যবহার করছি তাই UI ডিজাইন হিসেবে পরিচিত। অর্থাৎ কোন এপ্লিকেশন কিংবা ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে স্বচক্ষে যে ইন্টারফেস আমরা দেখতে পাই সেটাই UI দ্বারা সম্পন্ন হয়। এমনকি বর্তমানে আপনি যে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে যখন এই ব্লগটি পড়ছেন সে ব্লগটি পড়ার ক্ষেত্রে যে ইন্টারফেস দেখা যাচ্ছে যে ওয়েবপেইজের ইন্টারফেসটিও UI/UX দ্বারা ডিজাইন-কৃত। অর্থাৎ একজন ইউজারকে তার ইউজার এক্সপেরিয়েন্স বৃদ্ধির লক্ষ্যে উন্নত পরিসেবা প্রদান করায় এর মূল উদ্দেশ্য।
UI শিখে ক্যারিয়ার গড়তে চাইলে নিচের কোর্সগুলো আপনাকে সর্বাত্মক সহায়তা করবে।
যারা এই পেশায় কর্মরত আছেন কিংবা যুক্ত আছেন তাদের প্রতিদিন বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। গ্রাহকদের গ্রাহক কথা চিন্তা করে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করার কাজটি কিন্তু মোটেও সহজ নয়। যুক্তরাষ্ট্রের একদল গবেষক ঠিক কোন মোবাইল ফোনের ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি তা নিয়ে একটি বিশেষ গবেষণা করেন। গবেষণায় তাদের এ্যাপল এবং স্যামসাংয়ের মধ্যে ঠিক কোন মোবাইল ফোনটি ইউজার ফ্রেন্ডলি তা পর্যালোচনার জন্য বলা হয়। সেখানে বেশিরভাগ অংশগ্রহণকারীদের মতে তাদের কাছে বেশ পছন্দের একটি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস হিসেবে এ্যাপল ভোটে জয়ী হয়। হয়তো এজন্যই বিশ্বব্যাপী মোবাইল ফোন ইউজারদের কাছে এ্যাপল এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে।
UX এর পূর্ণরূপ কি?
UX এর পূর্ণরুপ হল ইউজার এক্সপেরিয়েন্স। যেকোনো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে বিবেচনা করার ধাপ হিসেবে বিবেচনা করা হয় UX ডিজাইনকে। এই শব্দটি সর্ব প্রথম হিসেবে বিবেচনা করেন ডন নরম্যান। মূলত এটি হচ্ছে এমন একটি ক্ষেত্র যে ক্ষেত্রে কোন বিষয় কিংবা অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হয়। তা কখনো একটি ওয়েবসাইটের ক্ষেত্রেই হোক, একটি সুপার-সপের ক্ষেত্রে হোক কিংবা কোন কফি শপের ডিজাইনের ক্ষেত্রেই হোক না কেন। মূলত এই পুরো প্রক্রিয়াটি একটি ব্যবসা এবং ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য পরিসেবার পুরো প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনার কথা গণ্য করা হয়। তাই একজন UX ডিজাইনার একজন ব্যবহারকারীর প্রয়োজনীয়তার কথা অনুভব করে তাদের কাঙ্ক্ষিত কাজগুলো সহজবোধ্য করে তোলার লক্ষ্যে কাজ করে।
অর্থাৎ একজন UX ডিজাইনারদের মূল উদ্দেশ্য হল গ্রাহকদের জন্য উন্নত, দক্ষ এবং ইউজার ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স ক্রিয়েট করার লক্ষ্যে কাজ করা।
UI/UX কেন শিখবেন?
বর্তমান সময়ে বেশ চাহিদা-সম্পন্ন বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে UI এবং UX ডিজাইন। এই সেক্টরে একজন দক্ষ ডিজাইনার হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে আপনি বাইরের দেশেও নিজের কাজের পরিধি বিস্তৃত করতে পারবেন। সময়ের সাথে ডিজিটাল মাধ্যমের উপর গ্রাহকদের নির্ভরতা বেড়েছে। এখন আর কোন গ্রাহক কোন দোকানে গিয়ে কেনাকাটা করে না। বরং ঘরে বসেই নিজের পছন্দের জিনিসটি কেনাকাটা করছে। ফলে ব্যবসা খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। আর এই জন্য ডিজিটাল মাধ্যমের উপর মানুষের এই নির্ভরতার জায়গা থেকে এই সেক্টরে মানুষ তার ক্যারিয়ার গঠনের চাহিদা বেড়েছে।
আপনি যদি একজন UI এবং UX ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি গড়ে ৩৭,০০০ টাকা থেকে শুরু করে ১,৮০,০০০ টাকা আয় করতে পারবেন। এছাড়াও মার্কেট-প্লেসে একজন ফ্রীল্যান্সার হিসেবে কাজ করলে এই সংখ্যাটা আরও দ্বিগুণ হতে পারে। বর্তমান সময়ে ব্যবসায় থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে, ই-কমার্স সেক্টর থেকে শুরু করে কোম্পানির ওয়েবসাইট একজন দক্ষ UI এবং UX ডিজাইনারদের উপর নির্ভরশীল। সম্পূর্ণরূপে একজন দক্ষ ডিজাইনার হিসেবে পুরো ডিজিটাল মিডিয়া বর্তমানে বেশ একজন দক্ষ UI এবং UX ডিজাইনারের কদর বেড়েছে। দিনে দিনে এই খাত আরও সমৃদ্ধ হচ্ছে। তাই ক্রমবর্ধমান চাহিদা-সম্পন্ন এই সেক্টরে ক্যারিয়ার গঠন করলে আপনাকে চাকরি খুঁজতে হবে না বরং চাকরি আপনাকে খুঁজে নিবে। তাই প্রতিযোগিতার এই যুগে চাহিদা-সম্পন্ন কোন বিষয়ে ক্যারিয়ার গঠন করতে চাইলে একজন দক্ষ UI এবং UX ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠনর বিকল্প নেই।
UI/UX শিখে ক্যারিয়ার গড়তে চাইলে নিচের কোর্সগুলো আপনাকে সর্বাত্মক সহায়তা করবে।
UI/UX এর মধ্য পার্থক্য
আমাদের মধ্যে অনেকেই UI/UX এ দুটি বিষয়কে একই ভেবে ভুল করে। তবে এই দুটি বিষয় মোটেও এক রকম নয়। এই দুটি বিষয়ের মধ্যে বেশ ভিন্নতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক UI/UX এর মধ্যে ঠিক কি ধরণের পার্থক্য বিদ্যমান রয়েছে-
UI/UX কিভাবে শিখবেন?
বর্তমান সময়ে চলছে প্রযুক্তির-অগ্রযাত্রা। এই অগ্রযাত্রায় শরিক হতে হলে আপনাকেও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধটা অর্জনের কোন বিকল্প নেই। সময়ের সাথে সাথে ব্যবসা খাতের সম্প্রসারণ হয়েছে এবং সেই সাথে পাল্লা দিয়ে বিজনেস ওয়ার্ল্ডেও পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের জোয়ারে নিজেকে একজন দক্ষ UI/UX ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলে আপনাকে এই বিষয়ে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে। তবে অনেকেই এই সেক্টরটিকে সহজ মনে করলেও এটি কিন্তু মোটেও সহজ বিষয় নয়। ক্যারিয়ার হিসেবে হোক কিংবা ডিমান্ডেবল স্যালারি হিসেবে বিবেচনা করা হোক। বর্তমানে বেশ ডিমান্ডেবল একটি বিষয় হল UI/UX। তাই আপনি যদি এই ডিমান্ডেবল সেক্টরে নিজের ক্যারিয়ার গঠন করতে চান তাহলে এই বিষয়ে পুরোপুরি দক্ষতা অর্জনের বিকল্প নেই।
UI/UX শিখে ক্যারিয়ার গড়তে চাইলে নিচের কোর্সগুলো আপনাকে সর্বাত্মক সহায়তা করবে।
বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টির চাহিদা বেড়েছে। তাই প্রার্থীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এই ডিমান্ডেবল বিষয়টিকে ঘিরে অনলাইন এবং সেই সাথে অফলাইন কোর্স বাজারে এনেছে। তাই একজন শিক্ষার্থী হিসেবে UI/UX ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করা যাক -
1. Ghoori Learning
একজন UI/UX এক্সপার্ট ডিজাইনার হতে আপনি যদি কোন ভালো কোর্সের সন্ধানে থাকেন তাহলে Ghoori Learning এই কোর্স আপনাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে। এই UI/UX কোর্স সম্পূর্ণরূপে Ghoori Learning দ্বারা পরিচালিত। এটি বেশ অসাধারণ একটি কোর্স যে কোর্সের মাধ্যমে আপনাকে ডিজাইনের যাবতীয় খুঁটিনাটি বেশ সহজ, সরল, বোধগম্য করে বুঝতে সাহায্য করবে। পাশাপাশি ডিজাইনের প্রকৃত পরিচয় এবং উদ্দেশ্যের সাথে খাপ খাওয়ানোর ক্ষেত্রে আপনাকে বেশ সাহায্য করবে। ও স্বাদ পাবেন।
সকল UI/UX কোর্স লিঙ্কঃ এখানে দেখুন
2. BITM
বেসিস অনুমোদিত একটি জনপ্রিয় প্রশিক্ষণ সেন্টার BITM নিয়ে এসেছে সম্পূর্ণরূপে UI/UX ডিজাইন কোর্স।এই কোর্সটি BITM এবং UY ল্যাব যৌথভাবে পরিচালনা করছে। এই কোর্সের আওতায় একজন প্রশিক্ষণার্থী Product Research,Customer interview and interaction,Data research,project solution &Design soluation,Skech to wareframe,interaction design and visual design,prototype ইত্যাদি সকল বিষয়ে শিখতে পারবে।
3. Creative IT institute
জনপ্রিয় এই প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে একদম বেসিক থেকে পরিপূর্ণ গাইডলাইন অনুসরণের মাধ্যমে করে এক্সপার্ট করে তোলার ক্ষেত্রে UI/UX ডিজাইন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করে। এখানে একদম বেসিক স্ক্যাচ থেকে শুরু করে UI ডিজাইন প্রজেক্ট সম্পর্কেও পর্যাপ্ত-পরিমাণে সকল কিছু এই কোর্সের মাধ্যমে শেখানো হয়।
4. ই-শিখন
আপনি যুগে যুগের চাহিদা-বহুল এই ক্ষেত্রটিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য। এ কোর্সের আলোকে একদম বেসিক লেভেলের ফান্ডামেন্টাল থেকে শুরু করে ফ্রিল্যান্সিং মার্কেট-প্লেসের নিজের কাজ দ্বারা আয়ের ক্ষেত্রে সাহায্য করবে। তাই আর দেরি কেন?
5. Pixency Academy
আপনি যদি UI/UX এ ক্যারিয়ার গঠনের জন্য একদম বেসিক লেভেলের কোন কোর্স খুঁজে থাকেন সেক্ষেত্রে এই কোর্স আপনাকে পরিপূর্ণভাবে সাহায্য করবে।
কেন UI বা UX ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠন করা উচিত?
বর্তমান সময়ে আধুনিকতার ছাপ পড়েছে প্রতিটি ক্ষেত্রে। এখন তাই প্রথাগত চাকরিকে প্রাধান্য না দিয়ে ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে সকলেই ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে। তবে ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যুগের চাহিদা,পেশাটির গ্রহণযোগ্যতা এবং ১০ বছর পর এর চাহিদা থাকবে কিনা এই সকল বিষয়সমূহকে প্রাধান্য দিয়ে ক্যারিয়ার বেছে নিতে হবে। বর্তমানে ডিজিটাল এই যুগে UI এবং UX এর চাহিদা বেড়েছে। তাই কেন আপনি একজন UI UX ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠন করবেন চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-
i. চ্যালেঞ্জিং প্রফেশন
অন্যান্য প্রফেশনের তুলনায় একজন UI/UX ডিজাইনারের প্রফেশন বেশ চ্যালেঞ্জিং। এই সেক্টরে আপনাকে গৎবাঁধা কাজ করতে হয় না। বরং প্রতিনিয়ত চ্যালেঞ্জ এর মুখোমুখি হয়ে ক্রিয়েটিভিটির মাধ্যমে এই সেক্টরে এগিয়ে যেতে হয়। এই সেক্টরে শুধুমাত্র এক কেন্দ্রিক নয় বরং প্রতিনিয়ত নানান ধরণের ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের কাছে নতুন নতুন কাজ তুলে ধরতে হয়। তাই প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাইলে এবং পাশাপাশি কোন চ্যালেঞ্জিং পেশায় ক্যারিয়ার গঠনের মাধ্যমে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করবে চাইলে এই সেক্টরে ক্যারিয়ার গঠনের কোন ধরণের বিকল্প নেই।
ii. UI/UX ডিজাইনারের ফ্রিল্যান্স ইনকাম
আধুনিকতার মননে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। দিন দিন সময়ের সাথে পাল্লা দিয়ে এর পরিধি বেড়েছে। আপনি যদি একজন UI/UX ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠন করতে চান সেক্ষেত্রে আপনি কোন কোম্পানিটি অধীনে চাকরির পাশাপাশি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারে। আপনার যোগ্যতা এবং দক্ষতার স্বাক্ষর রাখতে আপনি ফ্রিল্যান্স মার্কেট-প্লেস যেমন -Freelancer, People Per Hour, Fiverr, UpWork ইত্যাদি মার্কেট-প্লেসে সমান-তালে কাজ করতে পারবেন। একজন দক্ষ ডিজাইনার হিসেবে এই সেক্টরে পেশাটির বেশ চাহিদা রয়েছে। তাই আপনি যদি নিজের ক্যারিয়ারকে ব্যাপক পরিসরে সাজিয়ে তুলতে চান তাহলে আপনি একজন দক্ষ UI/UX ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে চান তাহলে ফ্রি-ল্যান্স মার্কেট-প্লেস হতে পারে আপনার জন্য সঠিক সমাধান।
iii. প্যাসিভ ইনকাম
আপনি যদি নিজেকে একজন দক্ষ UI/UX ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি প্যাসিভ ইনকাম করেও এই সেক্টরে ভালো মানের অর্থ আয় করতে পারবেন। বর্তমানে প্রোডাক্ট ডিজাইনার এর চাহিদা পূর্বের তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। Themeforest এর মত জনপ্রিয় সাইটের মধ্যে প্রতিনিয়ত নতুন UI/UX ডিজাইনারগণ প্রোডাক্ট ডিজাইন ফাইল আপলোড দিচ্ছে। সেখান থেকে নিজের তৈরিকৃত ডিজাইন সেল করে বেশ ভালোমানের অর্থ আয় করছে। তাই আপনি যদি একজন দক্ষ UI /UX ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে চান তাহলে আপনি প্যাসিভ ইনকাম করেও ভালোমানের অর্থ আয় করতে পারবেন।
UI/UX ডিজাইনার হিসেবে রিমোট জবে ক্যারিয়ার
বর্তমান সময়ে মানুষের কাজের ধারায় বেশ পরিবর্তন এসেছে। এখন মানুষ শুধুমাত্র দেশে বসে দেশের কাজ করছে তা কিন্তু নয়। বরং দেশে বসেই দেশের বাইরে কাজ করে বিদেশী মুদ্রা আয় করতে পারছে। তাই আপনি যদি UI/UX ডিজাইনার হিসেবে এক্সপার্ট হন আপনি দেশের পাশাপাশি সমানতালে বিদেশী ক্লায়েন্টদের কাজ সম্পন্ন করে দেওয়ার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ অর্থ আয় করতে পারবেন। তবে রিমোট জব করতে হলে আপনাকে অবশ্যই আপনার পূর্বের কাজের পোর্টফলিও সংযুক্ত করে দিতে হবে। তাই আপনি আপনার পূর্বের কাজ সমূহ Behance, Dribeel portfoli, Case Study তে পূর্বের কাজের পোর্টফলিও যুক্ত করুন। তাহলে আপনার বায়ার আপনার পূর্বের কাজের উপর অভিজ্ঞতা এবং দক্ষতা যাচাইয়ের মাধ্যমে আপনাকে রিমোট জবের জন্য সিলেক্ট করতে সুবিধা হবে। আপনি linkedin, indeed সহ বিভিন্ন ধরণের প্লাটফর্মে আপনি রিমোট জব পেয়ে যাবেন।
UI ডিজাইনে ক্যারিয়ার গঠনে কত স্যালারী প্রয়োজন?
স্যালারি বর্তমান সময় UI/UX বেশ চাহিদা-সম্পন্ন একটি সেক্টর। দিন দিন নানান সেক্টরে সময়ের সাথে পাল্লা দিয়ে এর পরিধি বেড়েছে। তাই আপনি যদি ডিমান্ডেবল এই সেক্টরে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান সেক্ষেত্রে একজন একজন UI/UX হিসেবে ক্যারিয়ার গঠনের কোন ধরণের বিকল্প নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন UI/UX ডিজাইনারের স্যালারি কিছুটা কম হলেও বিশ্বের নানান দেশের এই সেক্টরের স্যালারি প্রায় দ্বিগুণ। আপনি লিঙ্কডিন এর মতো জনপ্রিয় জব পোর্টাল সাইটে সার্চ করেন তাহলে একজন UI /UX কি পরিমাণ অর্থ আয় করছে তা খুব সহজে দেখতে পাবেন। সম্পর্কিত ভিয়েতনামের একটি সার্কুলার দেখা গেছে যে একজন দক্ষ UI/UX ডিজাইনাদের জন্য তারা মাসিক ১৫০০ হাজার ডলার সংগ্রহ করছে। বাংলাদেশী টাকায় যা প্রায় ১.২৭.৫০০ টাকা। তাই আপনি যদি আর্থিক সচ্ছলতার পাশাপাশি যুগের চাহিদা-বহুল কোন সেক্টরে ক্যারিয়ার গঠন করতে চান তাহলে আজই UI/UX হিসেবে ক্যারিয়ার গঠন করুন।
FAQs
১. UX এর পূর্ণরূপ কি?
-UX এর পূর্ণরূপ হল ইউজার এক্সপেরিয়েন্স।
২. কেন আমি UX ডিজাইনের উপর ক্যারিয়ার গঠন করব?
-বর্তমানে সময়ে ডিজাটাইলাইজড যুগে UX ডিজাইনের বেশ চাহিদা বেড়েছে। তাই আপনি যদি এই সেক্টরে নিজেকে এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই ক্যারিয়ার গঠন করুন এই সেক্টরে।
৩. কিভাবে আমি UX ডিজাইন শুরু করব?
-বর্তমান সময়ে কোন বিষয় শেখার ক্ষেত্রে কোর্স করার বিকল্প নেই।তাই আপনি যদি UX ডিজাইন শুরু করতে চান তাহলে অবশ্যই ভালো মানের প্রতিষ্ঠান থেকে যাচাই করে কোর্স করতে পারেন। যেমন, ঘুড়ি লার্নিং।
৪. UX ডিজাইনের উপর ভিত্তি করে কি ধরণের কর্মক্ষেত্র রয়েছে?
-UX ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার,ওয়েবসাইট প্ল্যানার আরও নানান ধরণের ক্ষেত্র রয়েছে।
৫. আমি কিভাবে আমার এই যাত্রাটা শুরু করব?
-কোন ভালো মানের স্বীকৃত প্রতিষ্ঠান যেমন ঘুড়ি লার্নিং থেকে কোর্স করার মাধ্যমে আপনি এই সেক্টরে একজন এক্সপার্ট হয়ে উঠতে পারবেন।
৬. UX শেখার ক্ষেত্রে সেরা রিসোর্স কি?
-ইন্টারনেট। গুগল, ইন্টারনেটে এই নিয়ে অনেক ধরণের ফ্রি কোর্স রয়েছে। এছাড়াও আপনি এডভান্স লেভেলে শিখতে চাইলে ভর্তি হতে পারেন অনলাইন কিংবা অফলাইন কোর্সে।
ইন্টারনেট সবচেয়ে উম্নুক্ত রিসোর্স। ফ্রি সার্চ ইঞ্জিন সমূহে এই নিয়ে নানান ধরে কোর্স আপনি পেয়ে যাবেন। যেখানে একদম বেসিক থেকে শুরু করে এক্সভান্স লেভেলে পদার্পণের সমস্ত দিকনির্দেশনা বিদ্যমান থাকবে। কিন্তু আপনি যদি একদম প্রো লেভেলের জ্ঞান অর্জন করতে চান সেক্ষেত্রে কোর্সের মাধ্যমে জ্ঞান অর্জনের বিকল্প নেই।
উপসংহার
চাহিদা-বহুল UI/UX ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে চাইলে আপনাকে শুরু থেকে পরিকল্পনা করতে পারে। আশা করছি একজন এক্সপার্ট হয়ে উঠার ক্ষেত্রে আমাদের আজকের আলোচনার আপনার এই জার্নিতে প্রভাবক হিসেবে কাজ করবে।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ঘুড়ি লার্নিং ওয়েবসাইট এবং আমাদের গঠনমূলক ব্লগ যা আপনাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করবে। কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ ঘুড়ি লার্নিং এর সাথে থাকার জন্য।
Answer these 5 questions to assess yourself and get a bonus 5 points.
Take the quiz now