Jahirul Islam Tutul
Singer & Reciter

Jahirul Islam Tutul

Radio & TV Presenter
  • 1 Courses
জহিরুল ইসলাম টুটুল এদেশের একজন স্বনামধন্য “রেডিওজকি” বা “আরজে”। শ্রোতাদের কাছে তিনি 'আরজে টুটুল' হিসেবেই বেশি পরিচিত। প্রায় ১১ বছর ধরেই তিনি এফএম রেডিও'র বেশকিছু জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন । মঞ্চ উপস্থাপনাতে তিনি দারুণভাবে পারদর্শী। তাঁর উপস্থাপনার বিশেষ দিক হচ্ছে শুদ্ধ উচ্চারণ এবং ইউনিক স্টাইল, যেটা তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে ফেলে। বর্তমানে তিনি বাংলাদেশের প্রথম এবং নাম্বার ওয়ান এফএম স্টেশন রেডিওটুডে-তে সিনিয়র আরজে এবং হেড অব প্রোগ্রাম ডেভলপমেন্ট হিসেবে কর্মরত আছেন। উপস্থাপনার পাশাপাশি তিনি ভালো আবৃত্তি এবং গানও করতে পারেন।

নিজেকে আপডেটেড রাখতে কানেক্টেড থাকুন ঘুড়ি লার্নিং এর সাথে

দারুণসব অফার আর আপডেট পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!