অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অর্থ ইনকামের উপায়

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অর্থ ইনকামের উপায়

How do you earn by Referral/Affiliate Marketing from Ghoori Learning

আপনার যদি একটি ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে বাংলাদেশে বসে খুব সহজে ইনকাম করতে পারেন। এর মানে হল যে আপনি আপনার অনলাইন প্ল্যাটফর্মে যাওয়া লোকেদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করে ইনকাম করতে পারেন। এই সুযোগ আপনি ঘুড়ি লার্নিং এর মাধ্যমেও পান। 

চলুন জেনে নিই এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থ ইনকামের উপায় সম্পর্কে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, আপনি অন্যদের প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করে অর্থ ইনকাম করেন। এটি কীভাবে কাজ করে- আপনি যখন কোনও প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বলেন এবং কেউ যদি আপনার বিশেষ লিঙ্কের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিসটি কেনে, আপনি তাদের ব্যয় করা অর্থের একটি কমিশন বা অংশ পান। 

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, আপনাকে আপনার পছন্দের প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে বের করতে হবে যা নির্দিষ্ট ক্রেতারা পছন্দ করবে। তারপর, আপনি সেই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনার বন্ধুদের সাথে অথবা ইন্টারনেটে শেয়ার করবেন। যদি কেউ আপনার লিঙ্ক ব্যবহার করে সেই পণ্য বা সেবা কেনে, আপনি তার একটা অংশ পাবেন। এটি অন্যদের পছন্দের জিনিস খুঁজে দিয়ে অর্থ উপার্জন করার একটি দারুণ মাধ্যম। 

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

যখন কেউ অন্য কোম্পানীর জিনিস বিক্রি করতে হেল্প করে, ফলস্বরুপ তাদের প্রতিটি বিক্রয়ের জন্য একটি কমিশন পান সেটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। মূলত, আপনি অন্য ব্যবসায়ীদের জিনিস বিক্রি করে অর্থ ইনকাম করতে পারেন। এর জনপ্রিয় উদাহরণ হল অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা বাংলাদেশে ঘুড়ি লার্নিং যা অনেকে সত্যিই পছন্দের সাথে করছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে কাজ করে?

অ্যাফিলিয়েট মার্কেটার অনলাইনে পণ্য বা সেবা প্রচার করে। যখন তারা একটি বিশেষ কোড বা লিঙ্ক ব্যবহার করে কাউকে রেফার করে, এবং সেই ব্যক্তি কিছু কেনে, যে ব্যক্তি তাদের রেফার করেছে সে কোম্পানি থেকে একটি কমিশন পায়। কোম্পানিকে নতুন গ্রাহক পেতে সাহায্য করার জন্য এটি একটি বিশেষ মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং-এ, যে ব্যক্তি প্রোডাক্ট বা সার্ভিস তৈরি বা বিক্রি করেন তিনি একটি বিশেষ সিস্টেম রাখেন। যারা তাদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে সাহায্য করতে চান তারা সাইন আপ করে বিশেষ লিঙ্ক পান।. যখন কেউ কিছু কেনার জন্য এই বিশেষ লিঙ্ক ব্যবহার করেন, তখন মার্কেটার একটি নির্দিষ্ট কমিশন পান।

যখন কেউ সেই লিঙ্ক ব্যবহার করে কিছু কেনে, তথ্য তাদের ওয়েব ব্রাউজারে সংরক্ষিত হয়। এই তথ্যটি অনুসারেই যে ব্যক্তি লিঙ্কটি তৈরি করেছেন তাকে বিক্রয় থেকে তৈরি অর্থের একটি অংশ প্রদান করেন। এবার আসুন অ্যাফিলিয়েট মার্কেটিং কৌশল সম্পর্কে আরও জেনে নিই। এখানে চারটি পার্টি জড়িত।

বিক্রেতা: বিক্রেতা হল সেই ব্যক্তি যিনি পণ্য তৈরি করেন বা বিক্রি করেন। 

অ্যাফিলিয়েট মার্কেটার: অ্যাফিলিয়েট মার্কেটার হল এমন একজন যিনি অন্যদেরকে পণ্য সম্পর্কে বলেন এবং এর জন্য কমিশন পান। 

ভোক্তা: ভোক্তা হলেন সেই ব্যক্তি যিনি পণ্যটি কেনেন। নেটওয়ার্ক: নেটওয়ার্ক হল একজন বসের মতো যিনি অ্যাফিলিয়েট মার্কেটার এবং বিক্রেতার মধ্যে সংযোগ ঘটান।

ঘুড়ি লার্নিং এর অ্যাফিলিয়েট কীভাবে কাজ করে, কীভাবে ইনকাম করবেন? 

  • প্রথমে আপনার ফোন নাম্বার দিয়ে “Sign-up” করুন। আগে “Sign-up” করা থাকলে “Login” করুন।
  • নতুন হলে ফোন নাম্বার দিয়ে “Sign-up” করুন। আগে রেজিস্ট্রেশন করা থাকলে “Sign-in” করে নিন। 
  • “Sign-up” করার পর “Refer & Earn” বাটনে ক্লিক করুন। 
  • আলাদাভাবে প্রতিটি কোর্সের নিচ থেকে “Share And Earn” বাটনে ক্লিক করলেই রেফারেল লিংক চলে আসবে। 
  • Facebook, Whatsapp এবং LinkedIn প্ল্যাটফর্মে সরাসরি রেফারেল লিংক শেয়ার করা যাবে। এছাড়াও শুধুমাত্র লিংক কপি করে শেয়ার করা যাবে।
  • Facebook, Whatsapp এবিং LinkedIn প্ল্যাটফর্মে সরাসরি রেফারেল লিংক শেয়ার করার সময় কিছু কন্টেন্ট শেয়ার করতে পারবেন।
  • প্রোফাইল আইকয়নে ক্লিক করলেই  “Refer & Earn ” মেনুতে গিয়ে আপনার আপনার একাউন্ডট কতো টাকা জমা হয়েছে, কতো টাকা উঠাতে পারবেন, এগুলো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ।
  • “Refer & Earn” মেনুতে গিয়ে জানতে পারবেন আপনার একাউন্টে Current Balance কতো টাকা আছে। “Withdraw Cash” বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপের মেনু চলে আসবে।
  • আপনি কতো টাকা উঠাতে চাচ্ছেন, তা লিখতে হবে। নিচের অপশনে আপনার bKash নাম্বার দিয়ে Submit করলে পরবর্তী ৫ কর্ম দিবসের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন।

Benefits of Referral Incone On Ghoori Learning 

  • প্রথমত আপনাকে “Referral Link” টি শেয়ার করতে হবে। 
  • আপনার লিংক থেকে কেউ যদি ঘুড়ি লার্নিং এর ওয়েবসাইটে আসে এবং কোর্স কিনে তাহলে তা আপনার রেফারেল ড্যাশবোর্ডে দেখতে পাবেন। 
  • আপনার “Referral Link” থেকে কেউ যদি ঘুড়ি লার্নিং থেকে কোর্স কিনে তাহলে তিনি অতিরিক্ত ১০% ডিসকাউন্ট পাবে। যেমন, Basic Digital Marketing কোর্সের দাম ৮০০ টাকা। ৫০% ডিসকাউন্টে বিক্রি হয় ৪০০ টাকায়। আপনার “Referral Link” দিয়ে কিনলে তিনি ৪০০ টাকার উপর অতিরিক্ত ১০% ডিসকাউন্টে ৩৬০ টাকায় কিনতে পারবেন । 
  • আপনি কোর্সের মূল্য ৪০০ টাকার ২০%, মানে ৮০ টাকা bKash এর মাধ্যমে ক্যাশব্যাক পেয়ে যাবেন। 
  • বিকাশের তথ্য জমা দেওয়া পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে আপনার একাউন্টে টাকা পেয়ে যাবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো?

আপনি কি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হতে চান? আচ্ছা, অপেক্ষা করার দরকার নেই! আসুন জেনে নিই কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন এবং এর থেকে কীভাবে অর্থ ইনকাম করবেন। একজন অ্যাফিলিয়েট মার্কেটার হলেন এমন একজন যিনি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে সাহায্য করে টাকা ইনকাম করতে পারে। তারা এটি বিভিন্ন উপায়ে করতে পারে। এটি তারা কি বিক্রি বা প্রচার করার চেষ্টা করছে তার উপরও নির্ভর করে। 

আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথা বলি, এটি করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল ব্লগিং। ব্লগ পোস্টগুলি লিখে, আপনি বিশেষ লিঙ্ক অন্তর্ভুক্ত করে টাকা ইনকাম করতে পারেন।  আপনি বিভিন্ন ধরণের ব্লগ পোস্ট লিখতে পারেন, যেমন টিউটোরিয়াল বা রিভিউ৷ YouTube-এ, আপনি পণ্যের প্রচার করে অর্থ উপার্জন করতে পারেন। আপনি আপনার ভিডিওর বিবরণে একটি বিশেষ লিঙ্ক রাখুন এবং যখন লোকেরা সেই লিঙ্কটি ব্যবহার করে কিছু কিনবে, আপনি অর্থের একটি অংশ খুব সহজে পাবেন। এছাড়াও YouTube এ অর্থ উপার্জন করার অন্যান্য উপায় রয়েছে।

আপনি যদি সত্যিই ইনস্টাগ্রাম, ইউটিউব বা Facebook-এ জনপ্রিয় হন, তাহলে যারা আপনাকে অনুসরণ করে তারা আপনার প্রস্তাবিত প্রোডাক্ট বা সার্ভিস কিনে অর্থ উপার্জন করতে সহায়তা করতে পারে। তারা আপনার মতামতকে বিশ্বাস করে এবং আপনার মত হতে চায়, তাই তারা আপনার মত একই জিনিস কিনতে পারে। এটি আপনাকে প্রচুর অর্থ উপার্জন করতে সহায়তা করতে পারে।

ই-মেইল অ্যাফিলিয়েট মার্কেটিং হল যখন কেউ কোন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য তাদের বন্ধু বা গ্রাহকদের ইমেইল পাঠায়। এটি সত্যিই ভাল কাজ করে। তাছাড়া খরচ কম হয় এবং বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন। যদি কেউ একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়, তারা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে এবং আরও বেশি অর্থ উপার্জন করতে তাদের ইমেইল তালিকা ব্যবহার করতে পারে। তাদের কেবল তাদের ইমেইলে প্রোডাক্ট বা সার্ভিসের লিঙ্ক অন্তর্ভুক্ত করতে হবে এবং যাদের প্রয়োজন তারা সহজেই সেই লিঙ্ক ব্যবহার করে বিস্তারিত জানতে পারে। 

উপসংহার 

অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অনলাইন স্টোর বা ইকমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য ব্লগ বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যারা মার্কেটিং করে বিশেষ লিঙ্কের মাধ্যমে বিক্রি করে এবং একটি নির্দিষ্ট কমিশন পায়।

আপনি আপনার ব্লগ বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনার ফলোয়ার বা ভিজিটরদের বলতে পারেন এবং বিক্রি করে অর্থ ইনকাম করতে পারেন। 

অ্যাফিলিয়েট মার্কেটিং-এ মজার ব্যাপার হলো আপনি যে কোনও অনলাইন স্টোরে মার্কেটার হিসাবে সাইন আপ করতে পারেন। এর পরে, আপনি আপনার পছন্দের জিনিসগুলো সম্পর্কে অন্য লোকেদের জানিয়ে অর্থ উপার্জন করতে পারেন। এটি ফোন, টিভি, জামাকাপড়, বই বা সফ্টওয়্যারের মতো যেকোন প্রোডাক্ট বা সার্ভিস হতে পারে। বাংলাদেশে ঘুড়ি লার্নিং তাদের কোর্স বিক্রিতে সহায়তার জন্য একই ভাবে আপনাকে আকর্ষনীয় কমিশন প্রদান করে। 

 

Related Post

No data found