এনিমেশন কি? এনিমেশন এ ক্যারিয়ার গড়ে তোলার উপায়

এনিমেশন কি? এনিমেশন এ ক্যারিয়ার গড়ে তোলার উপায়

কোন জটিল বিষয়কে সহজভাবে বুঝানোর ক্ষেত্রে এবং শিশুদের বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কার্টুন বা এনিমেশনের ব্যবহার এই যুগে কোন অংশে কম নয়। কখনো কি ভেবে দেখেছেন কীভাবে একটি স্থিরচিত্র কিংবা ছবিকে জীবন প্রদান করে তা উপভোগ্য এবং শিক্ষণীয় বিনোদন মাধ্যম হিসাবে উপস্থাপন করা হচ্ছে? 

বর্তমান সময়ে ট্র্যাডিশনাল ইমেজ থেকে শুরু করে মোশন গ্রাফিক্স কিংবা মুভিতে কমার্শিয়াল ফিল্ম, ভিডিও গেইম কিংবা মিডিয়াতে এনিমেশন বেশ জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই আপনি যে ফিল্ডের হোন না কেন আপনার যদি আর্টিস্টিক এ্যাবিলিটি থাকে তাহলে এনিমেশনে ক্যারিয়ার গড়ে নিজেকে ডেভেলপ করতে পারবেন। তাই এনিমেশন ক্যারিয়ার গঠনের এ টু জেড সম্পর্কে জানতে হলে চোখ রাখুন আজকের আর্টিকেলে। সেই সাথে ঘুড়ি লার্নিং এর এনিমেশন, কার্টুন কোর্সগুলো শুরু করতে পারেন এবং নিজেকে একজন স্বনির্ভর এনিমেটর হিসাবে তৈরি করতে পারেন। অন্যদিকে ঘুড়ি লার্নিং এ সাবস্ক্রিপশন করলে ১০০+ কোর্স পারবেন মাত্র ৯৯ টাকায়। সাবস্ক্রিপশন প্যাক সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে দেখুন। 

এনিমেশন কি?

এনিমেশন হল এক ধরনের আর্ট টেকনিক যা কোন কিছু ধরানের মাধ্যমে কোন স্থিরচিত্রকে মোশন গ্রাফিক্সে কনভার্ট করা হয়। এই মাধ্যমটি ডিজাইন এলিমেন্টের পাশাপাশি কম্পিউটার সাইন্সের সাথেও সাদৃশ্যপূর্ণ। কারণ আর্টের দক্ষতা এবং এনিমেশন সফটওয়্যার একত্রে কার্টুন, ফিল্ম, কমার্শিয়ালের জন্য ব্যবহার করা হয়। বেশিরভাগ আর্টিস্টগণ কম্পিউটার জেনারেট ইমেজে এনিমেশন সফটওয়্যার এর মাধ্যমে ক্রিয়েশনের কাজ করে। আবার কেউ কেউ ফিজিক্যাল মডেল এবং হ্যান্ড রাইট ইলাস্ট্রেশনের মাধ্যমে ক্রিয়েট করে।

কেন ক্যারিয়ার হিসেবে এনিমেশনকে বেছে নিবেন?

সময়ের সাথে সাথে এনিমেশন ইন্ড্রাস্ট্রির প্রসারিত হচ্ছে এবং সেই সাথে এক একজন দক্ষ অ্যানিমেটরের চাহিদাও বেড়েছে। আর এ কারণে এই ফিল্ডে প্রচুর ক্যারিয়ার অপুর্চুনিটি বৃদ্ধি পেয়েছে। একটি গবেষণায় দেখা গেছে যে আর্ট ডিরেক্টরগণ বর্তমানে বার্ষিক $৯০,০০০ এর বেশি আয় করছেন। একই সময়ে, তারা তাদের এনিমেশন শিখে, ধারাবাহিকভাবে তাদের কল্পনা ব্যবহার করে এনিমেশন সফটওয়্যারকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তাদের নকশা এবং ধারণার বাস্তবায়ন করে আমাদের সামনে উপস্থাপন করছেন।

ইউনাইটেড স্টেট অফ লেবার ব্যুরো স্টাটিসটিক্সের মতে, ২০২১ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের শ্রম বাজারে প্রায় ৪% মাল্টিমিডিয়া আর্টিস্ট এবং অ্যানিমেটর ফিল্ডে নতুন কর্মক্ষেত্রের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। তাই ক্যারিয়ার হিসেবে নেওয়ার ক্ষেত্রে এনিমেশন হয়ে উঠতে পারে আপনার পছন্দের একটি পেশা। সুতরাং আপনি যদি এই ফিল্ডে একজন এনিমেটর হিসেবে ক্যারিয়ার গঠন করতে চান সেক্ষেত্রে ঘুড়ি লার্নিং এর মাধ্যমে এনিমেশন শেখা শুরু করতে পারেন।

এনিমেশনের প্রকারভেদ

আপনি আপনার কাজের ধরণ অনুযায়ী নানান ধরনের এনিমেশন ক্রিয়েট করতে পারবেন। চলুন এনিমেশনের প্রকারভেদ সম্পর্কে জেনে নেওয়া যাক-

১. ট্রেডিশনাল এনিমেশন

ট্রেডিশনাল এনিমেশন হল এক ধরনের হ্যান্ড ড্রাউন ইমেজ যা মোশন পিকচারে প্রতিটি পিকচার ফ্রেম বাই ফ্রেম শো করে। এর জনপ্রিয় উদাহরণ হল-ক্লাসিকাল অ্যানিমেটেড ফিল্ম এবং কার্টুন। ইমেজ এবং ট্রেডিশনাল এনিমেশন আর্টিস্টগণ অ্যাসিটেট শিটের মাধ্যমে ক্রিয়েশনের কাজ করে। যা এক ধরনের স্বচ্ছ পেপার, ঠিকভাবে মুভমেন্ট করতে এবং ক্রিয়েশন পার্ট  ঠিকভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে সাহায্য করে। এই ধরনের এনিমেশন কম্পিউটার জেনারেটেড ইমেজের পূর্বে বেশ জনপ্রিয় ছিল।

২. 2D এনিমেশন

2D এনিমেশন মোশন গ্রাফিক্স ক্রিয়েট করার ক্ষেত্রে ভিক্টর ইমেজ ব্যবহার করে। অনেকটা ট্রেডিশনাল ইমেজের মতোই আর্টিস্টগণ কম্পিউটার সফটওয়্যারকে ব্যবহার করে ইমেজ ইলাস্ট্রেটরের মাধ্যমে এনিমেটেড ক্যারেক্টারকে মুভ করতে এবং POSE করতে সাহায্য করে। মনে রাখবেন, ক্যারেক্টার রিগগুলো হল একটি চিত্রের বেসিক যা কম্পিউটার কন্ট্রোলের মাধ্যমে করে নির্দিষ্ট অংশগুলো চলাচলের ক্ষেত্রে অনুমতি প্রদান করে।

৩. 3D animation

এটি সম্পূর্ণরূপে এনিমেশন সফটওয়্যার এর উপর নির্ভরশীল। আর্টিস্টগণ ক্যারেক্টার, অবজেক্ট এবং সিনারিও তারা প্রতিটি ফ্রেম আঁকার পরিবর্তে একটি কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে অ্যানিমেট করে। এই ধরনের এনিমেশন সবচেয়ে জনপ্রিয়। যদিও 3D শিল্পী এবং অ্যানিমেটররা গতি তৈরি করতে এনিমেশন সফটওয়্যার এর  উপর নির্ভর করে, তবে এনিমেটেড কম্পোজিটগুলো ভিজুয়্যাল করার ক্ষেত্রে একই দক্ষতা এবং জ্ঞানের প্রয়োজন হয়।

৪. মোশন গ্রাফিক্স

মোশন গ্রাফিক্স হল শেপ এবং টেক্সটের এনিমেশন। এই ধরনের এনিমেশনের জন্য অন্যান্য ধরনের এনিমেশনের মতো গল্পের প্রয়োজন হয় না। এটি সাধারণত মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা গাণিতিক ক্ষেত্রে গবেষণা বা ডিজাইনের জন্য ওয়েব ডেভেলপমেন্ট, বিজ্ঞাপন, লোগো এবং মডেলের জন্য ব্যবহৃত হয়। গ্রাফিক ডিজাইনাররা তাদের কন্টেন্ট ক্রিয়েশানকে ডেভেলপ করতে মোশন গ্রাফিক্সকে বেশ গুরুত্ব দেয়।

৫. স্টপ মোশন

স্টপ মোশন হল স্থির ফ্রেমের এক ধরনের সিকোয়েন্স যা একজন ফটোগ্রাফার বা শিল্পীরা রিয়েল অবজেক্ট ক্যাপচার করেন। স্টপ মোশন এনিমেশন তৈরি করার জন্য আপনাকে ক্যারেক্টার এবং সেটিংসের মডেল তৈরি করতে হবে। প্রায়শই শিল্পীরা ক্লে ফিগার বা পাপেট ব্যবহার করেন এবং প্রতিটি দৃশ্যের ছবি তোলার আগে তাদের সাথে অ্যাডজাস্ট করেন । তারপরে এডিটরগণ একটি মোশন পিকচার তৈরি করতে ভিডিও এডিটিং সফটওয়্যারসহ ফটোগুলো একটি ক্রমানুসারে রাখতে পারেন।

এনিমেশনে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আপনার কি ধরনের স্কিল অর্জন করা উচিত?

এনিমেশনে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে Raw আর্টিস্টিক মেধাকে কাজে লাগানোর পাশাপাশি আপনাকে 2D এবং 3D এনিমেশন সফটওয়্যারে দক্ষতা অর্জন করা প্রয়োজন। আপনার অ্যানিমেটর লক্ষ্য অর্জনের জন্য কমিউনিকেশন, টিমওয়ার্ক, আপনাকে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক এই ফিল্ডে কোন স্কিলগুলো আপনাকে এগিয়ে রাখতে সাহায্য করবে?

১. আর্টিস্টিক ট্যালেন্ট

এই ফিল্ডটিতে পুরো কাজ একটি গল্পকেন্দ্রিক শুরু হয়। এনিমেশন সফটওয়্যার সে গল্পের প্রাণ সঞ্চার করে। তাই একজন আর্টিস্টিক মাইন্ড ক্রিয়েট করে আপনাকে অ্যানিমেটর হিসেবে ক্যারিয়ারে ডেভেলপ করতে সহায়তা করবে এবং সেই সাথে কালার, লাইট এবং টেক্সটার সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে।

২. এনিমেশন সফটওয়্যার

এনিমেশন সফটওয়্যারসমূহ শিক্ষার্থীদের তাদের ডিজাইনগুলো এনিমেট করতে সাহায্য করে। ক্যারেক্টার, মুভমেন্ট এবং স্ক্রিনপ্লে বাস্তবসম্মত করে তোলে। 2D এবং 3D এনিমেশনে বিভিন্ন এনিমেশন সফটওয়্যার ব্যবহার করে প্রয়োগ করা হয়।  এনিমেটর ক্যারেক্টারগুলো একে অপরের থেকে আলাদা করতে পারতে হবে যাতে তারা তাদের পছন্দসই প্রভাবগুলো ভালোভাবে পেতে পারি।

৩. গণিতের ব্যবহার

প্রয়োগকৃত গণিতের দক্ষতা এনিমেটর আরও উন্নত এনিমেশন তৈরি করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, ত্রিকোণমিতি অক্ষরগুলোকে চারপাশে সরাতে পারে, যখন বীজগণিত এবং ক্যালকুলাস ক্রিয়েশন পার্টে আরও বিশেষ প্রভাব তৈরি করে।

৪. এনাটমি, বডি মেকানিজম এবং ফিজিক্সে দক্ষতা

এনাটমি, বডি মেকানিক্স এবং ফিজিক্সে এক্সপার্ট হওয়া এনিমেশনের জন্য গুরুত্বপূর্ণ। অ্যানিমেটর চরিত্রের গতিবিধি এবং আরও গভীরভাবে, তাদের অভিনয়কে আকৃতি দেওয়ার জন্য শরীরের অবস্থান, বডি মেকানিক্স এবং পদার্থবিদ্যা সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। অন্যান্য মাধ্যম থেকে এনিমেশনকে যেটি আলাদা করে তা হল এর ক্যারিকেচারড মুভমেন্ট। অ্যানিমেটর ধাক্কা দেয় এবং টান দেয়, স্কোয়াশ করে এবং বাস্তব-বিশ্বের সীমানার বাইরে প্রসারিত করে বৈচিত্র্য  নিয়ে আসে।

৫. জেনারেল স্কিল

এনিমেশন সফটওয়্যার স্কিলের পাশাপাশি জেনারেল স্কিল ডেভেলপের দিকে নজর দিতে হবে।

কমিউনিকেশন: স্ট্রং কমিউনিকেশন স্কিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন প্রজেক্ট ডেভেলপমেন্টে হেল্প করে। তাই আপনি যে ফিল্ডে কাজ করুন না কেন এটি একটি মাস্ট হ্যাভ স্কিল।
টিমওয়ার্ক: অ্যানিমেটরকে প্রায়শই কোন প্রজেক্টের কাজে ডিজাইনারদের সাথে পার্টনারশিপ করে। যা অনেক সময় চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলে। টিমওয়ার্কের মাধ্যমে টিমের সকলের পটেনশিয়াল এবিলিটি বুঝতে সাহায্য করে, একে অপরের সাথে স্পষ্টভাবে যোগাযোগ করতে হবে এবং তাদের বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগ ঘটাতে হবে।
টাইম ম্যানেজমেন্ট: বেশিরভাগ স্টুডিও এবং গেম ডিজাইন সংস্থাগুলো দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। তাই একজন এনিমেটর হিসেবে আপনাকে টাইম লিমিটের মাধ্যমে আপনার কাজ সম্পন্ন করার জন্য টাইম ম্যানেজমেন্ট স্কিল অর্জন করতে হবে।
লিডারশিপ: লিডারশিপ বেশ গুরুত্বপূর্ণ একটি স্কিল। কারণ লিডারশিপের মাধ্যমেই আপনি আপনার টিমকে সঠিকভাবে গাইড করতে পারবেন তেমনিভাবে আপনার কাজেও সফলতা বয়ে আনতে পারবেন।

একজন অ্যানিমেটর কোন কোন ফিল্ডে ক্যারিয়ার বিল্ডআপ করতে পারবে?

একজন এনিমেটর বিভিন্ন ফিল্ডে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা রয়েছে। তাই একজন এনিমেটর ঠিক কোন কোন ফিল্ডে ক্যারিয়ার গঠন করতে পারবে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক -

১. অ্যানিমেটর

একজন অ্যানিমেটর বছরে $41,512 ডলার আয় করতে পারে। অ্যানিমেটর হলেন প্রফেশনাল আর্টিস্ট যারা এন্টারটেইনিং ইন্ডাস্ট্রির জন্য নানান ধরনের ডিজাইন তৈরি করেন। একজন অ্যানিমেটর বিভিন্ন ধরনের মিডিয়া, ফিল্ম, টেলিভিশন, ভিডিও গেইম, সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং কন্টেন্ট এমনকি কমার্শিয়াল কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করে। তারা এনিমেশন সফটওয়্যার ব্যবহার করে মোশান এবং ব্যাকগ্রাউন্ড  সিন ক্রিয়েট করে। একজন অ্যানিমেটর ডিরেক্টরদের সাথে, আর্টিস্টদের সাথে এবং রাইটারদের সাথে একত্রে ক্যারেক্টার নির্বাচন করে তা কার্টুন আকারে ডেভেলপ করে।

২. 3D ক্রিয়েটিভ ডিজাইনার

একজন 3D ক্রিয়েটিভ ডিজাইনার বছরে এভারেজ $৪৩,৪৮৪ ডলার ইনকাম করে। একজন 3D ক্রিয়েটিভ ডিজাইনার হলেন একজন আর্ট ডিজাইনার যারা ডিজাইন স্পেশালিস্ট হিসেবে মাল্টিমিডিয়া কোম্পানি অথবা এডভার্টাইজিং কোম্পানির মাধ্যমে দায়িত্ব পালন করে। তারা আর্টিস্ট এবং এনিমেশন ক্রিয়েট এর জন্য ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করে। একজন ক্রিয়েটিভ ডিজাইনার তাদের ডিজাইনের প্রোটোটাইপ মডেল তৈরি করতে এনিমেশন সফটওয়্যার বা ফিজিক্যাল এলিমেন্ট ব্যবহার করেন। 

৩. গ্রাফিক আর্টিস্ট

একজন গ্রাফিক আর্টিস্ট বছরে $৪৫,৫৭১ ডলার আয় করে। একজন গ্রাফিক শিল্পী হলেন একজন প্রফেশনাল আর্টিস্ট যিনি প্রিন্ট বা ডিজিটাল মিডিয়ার জন্য ভিজ্যুয়াল ডিজাইন করেন। তারা ক্লায়েন্টদের সাথে দেখা করে প্রজেক্ট সম্পর্কে ডিটেইল সংগ্রহ করে এবং কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে ধারণা ডিজাইন করে— যেমন ইমেজ এনিমেশন সফটওয়্যার,  অথবা তারা হাত দিয়ে নকশা আঁকতে পারে। গ্রাফিক শিল্পীরা ডিজাইনের একটি দিক যেমন ওয়েবসাইট ডিজাইন, পণ্য এবং প্যাকেজিং ডিজাইন বা বস্তুর বিন্যাসে বিশেষজ্ঞ হন, যা এনিমেশনে ব্যবহৃত হয়।

৪. আর্টিস্ট

একজন আর্টিস্ট বছরে $৫৪,৯৭  ডলার আয় করে। একজন আর্টিস্ট হলেন ডিজাইন এবং এন্টারটেইনমেন্ট প্রফেশনাল যিনি ফিল্ম, ওয়েব ডিজাইন, ভিডিও গেমস, বিজ্ঞাপন এবং প্রিন্ট মিডিয়ার ইলাস্ট্রেট এবং ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করেন। তারা ক্যারেক্টার ড্র করে, সেটিংস এবং অবজেক্ট আঁকে যা অ্যানিমেটররা গতি ক্রম তৈরি করতে ব্যবহার করে।

উপসংহার

সময়ের সাথে সাথে ক্রিয়েটিভ ফিল্ডে ইতিমধ্যে এনিমেশন নিজের স্থান করে নিয়েছে। তাই আপনি যদি একজন এনিমেটর হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করতে চান আশা করি এই গাইডলাইনটি আপনাকে হেল্প করবেন। পাশাপাশি এনিমেশন শেখার ক্ষেত্রে পর্যাপ্ত সময়ে ব্যয় করতে হবে।

Related Post

No data found